এক্সেলের শীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করা

মাইক্রোসফট এক্সেল যারা ব্যবহার করেন তারা বিভিন্ন প্রয়োজনে এক্সেলের ওয়ার্কশীট বা ওয়ার্কবুক পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখেন (ফাইল পাসওয়ার্ড নয়)। আর পাসওয়ার্ড ছাড়া এক্সেলের ওয়ার্কশীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করা যায় না, ফলে কোন তথ্য পরিবর্তন করা যায় না। কিন্তু আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে বেশ বেকায়দাই পরতে হবে। আপনি চাইলে পাসওয়ার্ড ছাড়ায় ওয়ার্কশীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করতে পারবেন এক্সেলের password এ্যাড-ইন দ্বারা। এজন্য http://www.straxx.com/excel/password.xla থেকে password এ্যাড-ইনটি ডাউনলোড করুন এবং password এ্যাড-ইনটি চালু করুন। তাহলে টুলস মেনুতে Unprotect Sheet এবং Unprotect Workbook নামে দুটি সাবমেনু আসবে। এবার এক্সেলের যে ফাইলটির ওয়ার্কশীট আনপ্রোটেক্ট করতে চাচ্ছেন সেটি খুলে টুলস মেনু থেকে Unprotect Sheet এ ক্লিক করলেই হবে। আর Unprotect Workbook এ ক্লিক করলে ওয়ার্কবুক আনপ্রোটেক্ট হবে। এই এ্যাড-ইনটি মাইক্রোসফট এক্সেল ২০০০, এক্সপি এবং ২০০৩ সমর্থন করলেও ২০০৭ এ চলেবে না।

One Comment on "এক্সেলের শীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করা"

  1. মেহেদী ভাই ,
    আমি একটা ওয়ার্কশীট আনপ্রটেক্ট করতে পারতেছিনা , আমাকে একটু হেল্প করুন ।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস