ডেক্সটপকে দিন ত্রিমাত্রিক রূপ

আপনার উইন্ডোজের ডেক্সটপের আইকনগুলো যদি ত্রিমাত্রিক হয় তাহলে কেমন হয়! শক ডেক্সটপ থ্রিডি সফটওয়্যার দ্বারা আপনি আপনার কম্পিউটারের ডেক্সপটকে ত্রিমাত্রিক বানাতে পারবেন। ২.৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যাটি www.docs.kr থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলবে। এবার সফটওয়্যারটি চালু করে দেখুন আপনার ডেক্সটপ ত্রিমাত্রিক হয়েছে। আপনি চাইলে ডেক্সটপের আইকনের সাইজ, থীম এবং আইকনের ধরণ পরিবর্তন করতে পারবেন। সফটওয়্যারের অপশনের গিয়ে Automatically start with windows চেক করলে উইন্ডোজের শুুরুতেই ত্রিমাত্রিক ডেক্সটপ আসবে। এছাড়া http://theme.docs.kr থেকে পছন্দের থীম ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

৩ Comments on "ডেক্সটপকে দিন ত্রিমাত্রিক রূপ"

  1. মেহেদী ভাই আপনার ব্লগ সাইটটা তো ভাল বানিয়েছেন। আমি জানিনা আমি কতটুকু জানি যতটুকু জানি তা আপনাদের সাথে শেয়ার করে নিব। আর আপনি আমার অন্যান্য সাইট গুলো চাইলে দেখতে পারেন।
    আমি আমার e-mail address টা দিচিছ
    [email protected]

  2. মেহেদী ভাই
    কোনক্রমেই 470KB এর বেশী download করতে পারলাম না। 470KB download করার পর download থেমে যায়। কি করা যায় বলেন তো ভাই। আপনার কাছে থাকলে কি email-এ attach করে পাথানো সম্ভব? ধন্যবাদ।
    কাজল

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস