হিরেনস বুট সিডি: এক্রনিক্স দ্বারা কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। ৯৫-১৭৭ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেনস বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবে www.hiren.info এই সাইটে।
ইমেজ তৈরী করা: এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারী সকল এ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)। এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in 1 BootCD 9.5 আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করে এন্টার করুন। পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Server নির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে।
এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে। ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজ করতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Information মাসেজ আসলে Ok করুন। এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন। এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবং Compression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তু তৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজ সাইজ বড় হবে এবং সময় কম লাগবে।) নির্বাচন করে Next করুন। এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।
ইমেজ রিস্টোর করা: যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন। এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন। এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next করুন। এবার যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডো থেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল) নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্ট রেখে Next করুন। এবার Next Selection এ No I do not image করে Proceed বাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহু রিস্টোর হয়ে যাবে।
এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।

সকল সংস্করণ পাবেন এখানে www.hirensbootcd.net

৮৮ Comments on "হিরেনস বুট সিডি: এক্রনিক্স দ্বারা কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন"

  1. ডাউনলোড করেছি, সিডিতে রাইটও করেছি। কিন্তু সেই সিডি তো বুটেবল সিডি হয়নি। সেই সিডি দিয়ে কম্পিউটার বুট করা যায় না। উপায় কি?

  2. ভাইয়া আমার কম্পিউটারের হাডডিস্কে ওয়েনডোজ এক্সপির ব্যাকাপ আছে তা থেকে সিডি রাইটের মাধ্যমে বোটেবুল এক্সপির সিডি কেমন করে তৈরী করব বলবেন কি?

  3. hello baiya ,assalamu alaikum
    kmon asen asha kori balo asen allahor rohomote. baiya ami ekta somosha porsi amar somosha hochche apni bolsen je acronics image enterprise server window asbe thik ase kintu apni bolsen sekhane mouse use kora jabe kintu mouse use kora jache na ami USB and PS2 doita diya chesta korlam kintu hoy na akon ami ki korbo amake janale opokritu hobo .

  4. ভাইয়া আমি আপনার দেওয়া লিংক থেকে Hirens.BootCD.7.2 ডাউনলোড করেছি কিন্তু এটি আনজিপ করলে Hiren’s.BootCD.7.2.rar + keyboard patch ফাইল দুটি আসছে। আমি তাহলে কোনটা রাইট করবো এবং Hiren’s.BootCD.7.2.rar ফাইলটি কি আবার আনজিপ করবো তারপর কোন টা রাইট করবো। দয়া করে বলবেন

    1. Hirens.BootCD.7.2 আনজিপ করার পরে Hiren’s.BootCD.7.2.rar নয় Hiren’s.BootCD.7.2.iso ফাইল এবং keyboard patch ফাইল এসেছে।
      আপনি Hiren’s.BootCD.7.2.iso টিকে নিরো বার্নে চালূ করে রাইট করুন।

      পরলে কষ্ট করে উপররে মম্তব্যগুলো পড়ুন।

  5. মেহিদী ভাই,
    Hiren’s.BootCD.9.5.iso টিকে নিরো বার্নে চালু করে ডাটা ফরমেটে রাইট করলাম কিন্ত সিডিটি boot না করে সারাসরি windows xp চালু হয়ে যার . সমস্যাটি কোথায় জানালে উপকৃত হব ।

  6. ভাইয়া আপনার দেওয়া লিংক থেকে ডাউনলোডের পর প্রথমে সমস্যা হলেও তারপর আপনার দেওয়া সমাধান পাওয়ার পর আমি সিডিটি বুটেবল করতে পেরেছি। আশা করি আমি বাকী কাজ গুলো করতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন আপনাকে দীর্ঘ জীবি করে এবং আমাদের মত প্রযুক্তি পিপাসুদের সাহায্য করতে পারেন। আল্লাহ আপনাকে আরও ঞ্জান দান করুক এই কামনায় শেষ করছি।
    ভাইয়া আপনার মোবাইল নাম্বার যদি দেওয়া সম্ভব হয় তাহলে কোথায় পাওয়া যাবে একটু বলবেন।

  7. মেহেদী আকরাম ভাই, সালাম নিবেন।
    আমি আমার c ড্রাইভের ইমেজ করতে গেলে সব গুলো ধাপ পার হবার পর সর্ব শেষে ডাটা কপি হওয়ার সময়
    Error #1608
    File record marked used, file 15944.
    এই মেসেজটি আসছে, দয়া করে বলবেন কোথায় সমস্যা হচ্ছে? আমি Hirens.BootCD.7.2 দিয়ে চেষ্টা করেছিলাম।

  8. মেহেদী ভাই My Computer এর Properties এ কিভাবে ছবি এবং কিছু লেখা যুক্ত করা যায়? দয়া করে বলবেন! কোন Software থাকলে অনুগ্রহ করে লিংকটা দিবেন।

  9. মেহেদী ভাই, সালাম নিবেন। ঈদ উল আজহার অগ্রীম সুভেচ্ছা রইল। আমি হিরেন বুট সিডি ১০.০ ডাউনলোড করে সিডি তৈরী করেছি। একটি কাজের সফট। তার ভিতর দেখলাম এক্সপি মিনি দেওয়া আছে। এই মিনি এক্সপির ভিতরে কি নতুন করে কোন কিছু এড করা যাবে কিনা। যেমন আমি windowsgate সফটওয়ারটি মিনি এক্সপিতে ইন্সটল করতে চাই। কোন রাস্তা থাকলে জানাবেন। আবারও উল আজহার অগ্রীম সুভেচ্ছা রইল। ধন্যবাদ।

  10. আমার windows জেনুইন (বান্ডল)। ইমেজ বানিয়ে রাখলে পরে একই থাকবে সিরিয়াল সহ? আমার কোনো জেনুইন সিডি নেই।

  11. মেহেদী ভাই,আমি হিরেন বুট সিডি ১০.০ ডাউনলোড করে সিডি তৈরী করেছি। একটি কাজের সফট। তার ভিতর দেখলাম এক্সপি মিনি দেওয়া আছে। এই মিনি এক্সপির ভিতরে কি নতুন করে কোন কিছু এড করা যাবে কিনা।http://en.gravatar.com/userimage/11644851/c857b7ebc1bd63cab00e601ce1a03079.jpg

  12. ভাই আপনার কাছে যে জিনিস টা জানতে চাচ্ছি, একটি কম্পিউটারে কোন সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকলে, ইনস্টল দেওয়া সফটওয়্যারের ফাইল গুলো কপি করে অর্ন্য কম্পিউটারে চালানো যায় না ।কিভাবে এক কম্পিউটারের সেটাপ ফাইল অন্য কম্পিউটারে চালানো সম্ভব ।

  13. মেহেদী ভাই , আপনাকে অনেক ধন্যবাদ …..
    আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই , তা হল এডোবি ড্রীমওয়েবারের বাংলা টিউটোরিয়াল কোন সাইটে পাওয়া যাবে। জানালে খুশি হব।
    মোঃ হাবিবুর রহমান
    মালনী
    নেত্রকোণা
    ২৪০০

Leave a Reply to RazuCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস