ফন্টের ঝামেলা ছাড়ায় বাংলা ওয়েবসাইট দেখা

ধীরে ধীরে বাংলা ওয়েবসাইট জনপ্রিয় হয়ে উঠছে। আর বাংলাতে ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে আগ্রহ বাড়ছে ইউনিকোড ভিত্তিক ওয়েবসাইট তৈরীর। বর্তমানে বাংলায় তৈরী বেশীরভাগ ওয়েবসাইটই ইউনিকোড ভিত্তিক। এধরণের ওয়েবসাইট দেখতে কম্পিউটারে এন্তত একটি ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট ইনষ্টল থাকা প্রয়োজন। আপনি যে কম্পিউটারে ব্রাউজ করছেন সেই কম্পিউটারে যদি বাংলা ইউনিকোড ভিত্তিক ফন্ট ইনষ্টল করা না থাকে তাহলে বাংলা লেখা বক্স হিসাবে দেখা যায়। এর সমাধানে আপনার কম্পিউটারে ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্টের প্রয়োজন হয়। যদিও বেশীরভাগ ওয়েবসাইটে ফন্টের লিংক এবং ফন্ট ইনষ্টল করার পদ্ধতি দেওয়া থাকে কিন্তু আপনি যদি বন্ধুর পিসিতে বা সাইবার ক্যাফেতে ব্রাউজ করছেন যেখানে ফন্ট ইনষ্টল করা নেই এবং নতুন করে ফন্ট ইনষ্টল করার সুযোগও নেই সেক্ষেত্রে ইউনিকোড ভিত্তিক বাংলা ওয়েবসাইট দেখতে পাবেননা। কিন্তু সবকিছুরই সমাধান আছে, এক্ষেত্রে Banglasavvy নামে মাত্র ২২৩ কিলোবাইটের একটি সফটওয়্যার www.banglasavvy.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রান করলে সফটওয়্যারের ফোল্ডারে লিখনি নামে একটি ইউনিকোড ভিত্তিক উম্মুক্ত বাংলা ফন্ট আসবে এবং সিস্টেম ট্রেতে একটি হলুদ আইকন আসবে ফলে আপনি বাংলা ওয়েবসাইটের লেখা দেখতে পাবেন। যতক্ষণ পর্যন্ত সিস্টেম ট্রেতে হলুদ আইকন দেখা যাবে ততক্ষণ বাংলা ওয়েবসাইট দেখা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস