হৃদয় থেকে চাওয়া

মাঝ রজনীতে ঘুম ভেঙ্গে যায় ভেবেছিনু তুমি হেথায়,
শুন্য শয্যা মিথ্যা স্বপন একাকীত্ব শুধুই বাড়ায়।
স্বপ্নে দেখি আমায় মিশে, মোর ভুজান্তরে মুখটি রেখে,
খুজে ফের কোন সে সুধা? তোমা ওষ্ঠাধর সুখযে আকেঁ।
স্বপন ভেঙ্গে একা আমার উষ্ণভুজা শুকিয়ে যায়,
কবে তুমি হৃদয় নীড়ে, ভরবে মোর উষ্ণ সুধায়?
তোমা আশায় দিন কেটে যায়, সন্ধা কাটে রাত্রী কাটে,
তোমা তরেই শুস্ক অধর, তোমা তরেই বুক যে ফাটে।
তবুই তোমা পাইনা দেখা কোথায় তুমি ভুলে আমায়?
আমার এই উষ্ণ তনু দিবারাত্রী চাইছে তোমার।
তোমা তরেই আমার সৃজন তাইতো এতো অশ্রু ঝরে,
হৃদয়ের চাওয়া পূর্ণ হবে, যখন জড়িয়ে নেব ভুজানে-রে ॥

(২৭ পৌষ ১৪০৭, কুষ্টিয়া)

২ Comments on "হৃদয় থেকে চাওয়া"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস