ফায়ারফক্সে ট্যাব ডুপ্লিকেট করুন

জনপ্রিয় ইন্টারনেটর ব্রাউজার মজিলা ফায়ারফক্সে আমরা অনেকেই ব্যবহার করে থাকি। এর একটা সুবিধা হচ্ছে মাল্টিট্যাব সুবিধা। অনেক সময় খুলে রাখা একটি ট্যাবের সাইটি ডুপ্লিকেট করার প্রয়োজন পরে তখন নতুন ট্যাব খুলে উক্ত সাইটের ঠিকানা কপি করে এনে পেষ্ট করতে হয়। আবার অনেকে ডুপ্লিকেট এ্যাডইন ব্যবহার করে থাকে। তবে আপনি ঝামেলা ছাড়ায় এক ক্লিকেই যেকোন ট্যাবকে ডুপ্লিকেট করতে পারেন। এজন্য কন্ট্রোল কী (Ctrl) চেপে ধরে যে ট্যাবকে ডুপ্লিকেট করতে চান সেটিতে ক্লিক করে ড্রাগ করে এনে শেষ ট্যাবের শেষে এনে ছেড়ে দিন। তাহলে উক্ত ট্যাবের হুবহু কপি হবে। এছাড়াও যে ট্যাবকে ডুপ্লিকেট করতে চান সেই ট্যাবে থেকে এড্রেসবারের বামের আইকন ড্রাগ করে এনে শেষ ট্যাবের শেষে এনে ছেড়ে দিলেও হবে। আর কোন ওয়েব লিংকে ক্লিক করে ড্রাগ করে এনে শেষ ট্যাবের শেষে এনে ছেড়ে দিলে নতুন ট্যাবে উক্ত সাইট খুলবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস