ইউনিকোড ভিত্তিক বাংলা ফোরাম

অনলাইনে সামাজিক সাইটগুলো এখন বেশ জনপ্রিয়। এর মধ্যে ফোরাম অন্যতম। তবে বাংলাতে ফোরাম খুব বেশী নেই। বাংলাদেশ থেকে পরিচালিত সম্পূর্ণ ইউনিকোড ভিত্তিক বাংলা ফোরাম হচ্ছে প্রজন্ম ফোরাম। ভার্চুয়াল জগতের বিশ্বের বাংলা ভাষাভাষিদের এক মিলনমেলা বলা যায় এই ফোরামকে। বাংলাদেশী ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু সদস্য আছে এই ফোরামে। এছাড়াও প্রবাসী বাংলাদেশী সদস্যদের সংখ্যাও কম নয়। কিছুদিন আগে ঢাকাতে ফোরামের সদস্যেরা গেট-টুগেদারের মাধ্যমে একে অন্যের সাথে পরিচিত হয়েছিলো। অনুষ্ঠানে প্রবাসী সদস্যদের জন্য লাইভ টেলিকাষ্টের (ইয়াহু ভিডিও চ্যাটিং এর মাধ্যমে) ব্যবস্থা ছিলো। প্রজন্ম ফোরামে সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা, অর্থনীতি, রাজনীতি ও বর্তমান প্রোপট, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পড়াশোনা, উচ্চশিক্ষা ও কর্মজীবন, রোমাঞ্চ, দৈনন্দিন, বিবিধ এবং হাসির বাক্স ইত্যাদি বিভাগ এবং এগুলো সাব বিভাগ রয়েছে। ফোরামের মডারেটরদরে সার্বণিক তত্তাবধানে ফোরামটি পরিচালিত হয়। সব ধরণের অশ্লিলতা এবং ধর্ম ও রাজনৈতিক বিতর্কিত বিষয়ে আলোচনা করা এখানে নিষিদ্ধ। তবে গঠনমূলত আলোচনা-সমালোচনা করা যাবে সকল বিষয়ের উপরেই। বর্তমানে ফোরামে ১৫০০ এর বেশী সদস্য আছে এবং প্রায় ৬৫০০ টপিকের উপরে ৭০০০০ বেশী আলোচনা হয়েছে। ফোরামের মূল ঠিকানা http://forum.projanmo.com গিয়ে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করা যাবে।

One Comment on "ইউনিকোড ভিত্তিক বাংলা ফোরাম"

Leave a Reply to TowhidCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস