তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি

লাইভ সিডি হচ্ছে অপারেটিং সিস্টেম ইনষ্টল করা ছাড়ায় সিডি থেকে বুট করে কম্পিউটার ব্যবহার করা। যাকে বহনযোগ্য অপারেটিং সিস্টেম বলা যেতে পারে। হার্ডডিক্স ছাড়ায় লাইভ সিডির মাধ্যমে কম্পিউটারের অনকে ধরনের কাজ করা যায়। ইন্টারনেটে বিভিন্ন অপারেটিং সিস্টেমের লাইভ সিডি পাওয়া যায় যা ডাউনলোড করে সিডিতে রাইট করলেই লাইভ সিডি তৈরী হয়ে যায়। আপনি চাইলে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ২০০০/এক্সপি/২০০৩ এর লাইভ সিডি তৈরী করতে পারেন।
এজন্য প্রথমে www.nu2.nu/pebuilder থেকে প্রিইনষ্টল্ড ইনভাইরনমেন্ট বিল্টার বা পিবিল্টার (৩.১৫ মেগাবাইট) ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার পিবিল্টার চালু করলে লাইসেন্স এগ্রিমেন্টে করতে I Agree করুন। এরপরে Search files? ম্যাসেজ বক্স আসবে এখানে Yes করলে আপনার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম (২০০০/এক্সপি/২০০৩) ব্যাকআপ আছে কিনা তা খুঁজবে (আপনি No বাটনে ক্লিক করতে পারেন)। আপনি উইন্ডোজে লাইভ সিডিতে যে ডেস্কটপ ওয়ালপেপার দেখতে চান সেটি bartpe.bmp নামে সেভ করে ইনষ্টল করা ফোল্ডারে bartpe.bmp নামক ফাইলের উপরে রিপ্লেস করুন।
এরপরে Plugins বাটনে ক্লিক করে nu2shell এবং startup group প্লাগইন দুটি ডিজেবল করুন। এবং Add বাটনে ক্লিক করে ইচ্ছামত প্লাগইন যোগ করুন এবং অবশেষে Close করুন। স্টার্ট মেনু এবং টাস্ক বার পেতে http://nchc.dl.sourceforge.net/sourceforge/winpe/xpe-1.0.7.cab প্লাগইনটি লাগবে। আপনি Kaspersky, Avast; Nero; VLC; OpenOffice, Foxit PDF reader, Acrobat Reader ইত্যাদি প্লাগইন ডাউনলোড করতে পারেন www.nu2.nu/pebuilder/plugins বা http://oss.netfarm.it/winpe/plugins.php সাইট থেকে।
এখন Source: এর ডানের বাটনে ক্লিক করে এক্সপির (যদি লাইভ সিডি হিসাবে এক্সপিকে ব্যবহার করতে চান) ফোল্ডারটি দেখিয়ে দিন। এর সাথে অন্যকোন ফোল্ডার (তথ্য বা বহনযোগ্য সফটওয়্যার) যোগ করতে চাইলে Custom: এর ডানের বাটনে ক্লিক করে ফোল্ডারটি দেখিয়ে দিন। এবার Create ISO image চেক করে পাথ এবং ফাইলের নাম দিন এবং Build বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে ISO image ফাইল তৈরী হবে। সরাসরি সিডিতে রাইট না করে ISO image ফাইল তৈরী করা ভাল, কারণ কোন ভুল বা এরর থাকলে পুনরায় সংশোধন করা যাবে যা সরাসরি সিডিতে রাইট করলে করা যাবে না এবং সিডিটি নষ্ট হবার সম্ভাবনা থাকে। এবার উক্ত ISO image ফাইল সিডিতে রাইট করুন। ব্যাস হয়ে গেল উইন্ডোজের (এক্সপির) লাইভ সিডি। এই সিডি দ্বারা আপনি হার্ডডিক্স ছাড়ায় এক্সপির মতই কম্পিউটারে ঢুকতে এবং ব্যবহার করতে পারবেন।

ভিডিও টিউটোরিয়াল

১২৮ Comments on "তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি"

  1. মেহেদি ভাই আমার সালাম নিবেন। আপনি উইন্ডোজে লাইভ সিডিতে যে ডেস্কটপ ওয়ালপেপার দেখতে চান সেটি bartpe.bmp নামে সেভ করে ইনষ্টল করা ফোল্ডারে bartpe.bmp নামক ফাইলের উপরে রিপ্লেস করুন। আমি এটা করতে পারছি। এরপরে Plugins বাটনে ক্লিক করে u2shell এবং startup group প্লাগইন দুটি ডিজেবল করতে পারছি না। এবং Plugins বাটনে ক্লিক করে u2shell এবং startup group প্লাগইন দুটি ডিজেবল খুজে পাচ্ছি না। এবং Add বাটনে ক্লিক করে ইচ্ছামত প্লাগইন যোগ করুন এবং অবশেষে Close করুন। এই টুক আমি বুঝতে পারছি না। যদি এটা আমার ক্লিয়ার করে দিতেন তাহলে আমার লাইভ সিডি তৈরি করতে সক্ষম হতাম। ধন্যবাদ

  2. আমার সালাম নিবেন। স্টার্ট মেনু এবং টাস্ক বার পেতে http://nchc.dl.sourceforge.net/sourceforge/winpe/xpe-1.0.7.cab প্লাগইনটি লাগবে। আপনি Kaspersky, Avast; Nero; VLC; OpenOffice, Foxit PDF reader, Acrobat Reader ইত্যাদি প্লাগইন ডাউনলোড করতে পারেন http://www.nu2.nu/pebuilder/plugins বা http://oss.netfarm.it/winpe/plugins.php সাইট থেকে। আমি এই ঠিকানা থেকে সব ডাইনলোড দিয়েছি কিন্তু সব CAB FILE ফাইল এবং জিপ ফোল্ডার হয়েছে আমি এতে ভরসা পাচ্ছি না যে এতে হবে কি না। যদি একটু বলতেন তাহলে আমার কষ্ট কম হত। ধন্যবাদ

  3. মেহেদী ভাই,
    আমি FakeFolder V1.0 ব্যবহার করে আমার একটি ফোল্ডার লক করেছিলাম, কিন্তু এখন এটি পাঁচওয়ার্ড দিয়ে open করলে টাক্স বারে এসে বিজি দেখাচ্ছে। আমি পাঁচওয়ার্ড ও ঠিকি দিিচ্ছ কিন্তু হচ্ছে না। আনইনিষ্টল করে আবার ইনিষ্টল করেও একই আবস্থা হচ্ছে। খুব তাড়াতািড় এর একটি সমাধাণ দিবেন ভাই।
    যেকেউ সমস্যাটি সমাধান করেদিতে পারেন, তারাতারি ভাই।

  4. আমার সালাম নিবেন। আমি দুই দিন ধরে কাজটা করতে পারছি না। আমাকে একটু ক্লিয়ার ভাবে বলেন।আমি Source এর জায়গায় কপি করা Windows চিনিয়ে দিচ্ছি। এবং Custom এর জায়গায় মুল Setup File দিচ্ছি। এবং Output এর জায়গায় LiveXP দিচ্ছি। এবং Create ISO image এ Click করে C:\pebuilder3110a\pebuilder.iso ফাইল টা পাচ্ছি না। এবং Plugins এ সব করছি। এবং Build এ Click করছি। তারপর PE Builber v3.1.10a – Build . Box আশছে এখানে Operation: Finished এবং Error: 1 এবং Warning: 0 এখান থেকে আমি কি করব। এবং Pebuilder.iso ফাইল টি কোথায় পাব। আমাকে একটু বলেন। ধন্যবাদ

  5. আমার সালাম নিবেন। আমি দুই দিন ধরে কাজটা করতে পারছি না। আমাকে একটু ক্লিয়ার ভাবে বলেন।আমি Source এর জায়গায় কপি করা Windows চিনিয়ে দিচ্ছি। এবং Custom এর জায়গায় মুল Setup File দিচ্ছি। এবং Output এর জায়গায় LiveXP দিচ্ছি। এবং Create ISO image এ Click করে C:\pebuilder3110a\pebuilder.iso ফাইল টা পাচ্ছি না। এবং Plugins এ সব করছি। এবং Build এ Click করছি। Build হওয়ার পরে Close করে দিচ্ছি। আমাকে একটু সাহায্য করেন। ধন্যবাদ

  6. LiveXP ফোল্ডারে pebuilder.iso ফাইল টা পাচ্ছি না। এবং LiveXP ফোল্ডার টি রাইট করলে কি হবে।

  7. মেহেদী ভাই আমার ছালাম নিবেন। আমি উইন্ডোজের (এক্সপির) লাইভ সিডি তৈরি করতে পারলাম না। আমি অন্যন্ন সব কাজ করছি এবং Create ISO image এর নিচে যে লোকেশনে .iso ফাইল লিখেছি এবং সেটা রাইট করেছি। কিন্তু Bootable CD হচ্ছে না। আমি কি করব। আমার জন্য কিছু করেন। ধন্যবাদ

  8. মেহেদী ভাই সব কাজ শেষ এবার রাইট করব কোনটি
    এবং কিভাবে নিরো দিয়ে ডাটা নাকি অন্য কিছু।
    দয়া করে জানাবেণ।

    1. ডাটা হিসাবে রাইট করলে হবে না।
      ১) আপনি .iso ফাইলটা নিরোতে ওপেন করুন এবং রাইট করুন।
      ২) নিরোতে রাইট টু ডিক্স বা রাইট ফরম ইমেজ নামে একটা অপশন আছে। সেখান থেকে রাইট করুন।

  9. মেহেদী আকরাম ভাই, প্রথমে আমার ছালাম নিবেন । গত ১৫ই জুন তারিখে পাঠানো প্রশ্নের স্বল্প পরিসরে উত্তর দিয়ে আমি আপনার নিকট কৃতজ্ঞ । আমার যে সমস্যাটি আপনাকে জানায়ছিলাম, তাহা আরো পরিস্কার বা বিস্তারিত ভাবে উপস্থাপন করলে উপকৃত হইতাম । লাইভ সি.ডি কিভাবে আপনার নিকট থেকে সংগ্রহ করা যাবে, তাহাও জানাবেন ।

  10. সালাম, মেহেদি ভাই…
    আমি অনেক চেস্টা করেও লাইভ সিডি তৈরী করতে পারছি না । আমি যখন Plugins বাটনে ক্লিক করি তখন error messege এ, নিম্নোক্ত লেখা গুলো আসে

    Please enter a valid source path first
    (file”c:\windows\Driver cache\i386\i386\ntdll.dll”not found)

    কি করব দয়া করে জানালে উপকৃত হব…

    1. আপনি উইন্ডোজের যে কপি হার্ডডিক্সে রেখেছেন তাতে সম্ভবত ntdll.dll ফাইলটা ছিলো না।
      আপনি আবার নতুন করি সিডি থেকে উইন্ডোজ এক্সপির তথ্য কপি করে চেষ্টা করুন।

      1. ভাইয়া আমি কম্পিউটারে নূতন একজন ব্যবহারকারী,
        তাই একটু কস্ট করে বলবেন কি- কিভাবে আমি উইন্ডোজ এর সিডি থেকে উইন্ডোজ এক্সপির তথ্য কপি করে চেষ্টা করব?
        আমি আমার বন্ধুর কম্পিউটারে ও দেখেছি একই মেসেজ দেখাচ্ছে।
        (শুকরীয়া,উত্তর দেবার জন্য ,আল্লাহ্ আপনাকে দীর্ঘজীবি করুন)

  11. Guys Mehdi is a proud of our country and I like him very much but we can do one thing as Mehdi is busy and some people are asking him same questions how many times he will support you better visit below link.
    http://www.teamviewer.com/download/index.aspx
    and try to download teamviewer, install in your pc then you can see in your desktop “teamviewer Icon” click that you will get an ID & Password. Just give me the ID and password then i can operate your computer remotely from my home & will give you remote support. So that I can make your “live CD” . for remote support if you wan to know any thing for plz send me a email [email protected]

    I will reply you .
    Thanks
    Firoz (UAE)

  12. মেহেদী ভাই সালাম নিবেন আসাকরি ভাল আছেন
    আপনি যে বলেছেন যে লাইভ সিডি তৈরি করা যায় উপরের নিয়মে। কিন্তু লাইভ সিডি তৈরি করে সিডিতে কি হিসাবে রাইড করব ডাটা হিসাবে না বুট এ্যাবল সিডি হিসাবে না ইমেজ হিসাবে রাইট করব। দয়া করে আমার মেইলে লাইভ সিডির নিয়ম বাংলায় লিখে পাঠিয়ে দিলে আমি খুব উপকৃত হব।
    নাম ঃ মোঃ আরিফুল ইসলাম
    পটুয়াখালী

  13. মেহেদী ভাই,
    আপনি কিন্তু আমার কোন প্রশ্নের উত্তরই দেননাই।
    ১।আমি লাইভ সিডি তৈরি করেছি কিন্তু সিডিতে ৫৫৩ মেগাবাইটের pebuilder3110a এই ে ফাল্ডার সিডিতে রাইট করবো, নাকী আপনের উেল্লখিত ২৭২ মেগাবাইটের pebuilder কপি করবো?

    1. আপনি যদি Custom এ কোন অতিরিক্ত ফোল্ডার যোগ না করেন তাহলে তৈরী করা ইমেজের সাইজ হবে ২৭২-২৭৩ মেগাবাইট।
      আর Custom এ কোন অতিরিক্ত ফোল্ডার যোগ করলে বেশী হবে। তবে একবারে একটাই হবে। ৫৫৩ মেগাবাইট বা ২৭২ মেগাবাইট দুটা হবে না।
      আপনি যেটাই তৈরী করেন না কেন সেটা রাইট করলেই হবে।

  14. আরও একটি প্রশ্ন ভাই কি ভাবে সিডিতে রাইট করবো? ডাটা সিডি করেছিলাম হয় নাই। সিিড ঢুকিেয় কম্পিউটার রিষ্টার্ট দিলে প্রেস এনি কি ফ্ম সিডি আসে না। কিভাবে করবো খুব তারা তারি করে বলবেন ভাই,
    এই প্রশশ্নর উত্তরটা দেন ভাই। বিস্তারীত?

Leave a Reply to pervas20Cancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস