এক্রোবেট রিডার ছাড়ায় পিডিএফ পড়া

এডোবির একটি জনপ্রিয় ফাইল ফরমেট হচ্ছে পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরমেট)। ফন্টের ঝামেলা না থাকায় অনলাইনের জগতে এর জনপি্রয়তা অত্যাধিক। বতর্মানে প্লাগইন্স ব্যবহার করে অফিস ২০০৭ থেকে সরাসরি পিডিএফ ফাইল তৈরী করার ব্যবস্থা আছে। কিন্তু অফিসে পিডিএফ ফাইল পড়ার করার ব্যবস্থা না থাকায় এত কিছুর পরেও এক্রোবেট রিডার ইনষ্টল করে পিডিএফ ফাইল পড়তে হয়। কিন্তু এত বড় সফটওয়্যার ইনষ্টল না করে মাত্র ১.৬৭ মেগাবাইটের একটি সফটওয়্যার ব্যবহার করে পিডিএফ পড়তে পারেন। Foxit Reader 2.0 সফটওয়্যারটি বিনামূল্যে (ডেমো নয়) www.foxitsoftware.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনষ্টল করে ব্যবহার করতে পারেন। এডোবি কর্তৃক অনুমোদিত ফক্সআইটি সফটওয়্যারে বিনামূল্যে Foxit Creator (পিপিএফ তৈরী করার জন্য) বা PdfEditor (পিপিএফ পরিবর্তন করার জন্য) ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

One Comment on "এক্রোবেট রিডার ছাড়ায় পিডিএফ পড়া"

  1. আচ্ছা পিডিএফ পড়ার এই সফটওয়ার কোন স্পাইওয়্যার কিনা
    বা এ জাতীয় যে সব ডাউনলোডের কথা আপনার সাইটে বলা হয়েছে অর্থাৎ ইন্টারনেটের গতি মাপার ‘যন্ত্র’ সহ অন্যান্য সব স্পাইওয়্যার কিনা? সে ব্যাপারে কি করে নিশ্চিত হব??

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস