সিক্লিনার দ্বারা কম্পিউটার পরিস্কার রাখুন

কম্পিউটার ব্যবহার করলে কাজের প্রয়োজনেই বিভিন্ন ধরনের টেম্পোরারী বা জাঙ্ক ফাইল তৈরী হয়। যেমন রেজিস্টি, ওয়েব ব্রাউজারের বিভিন্ন টেম্পোরারি ফাইল, ইউআরএল হিষ্টোরি, কুকিজ, ডাউনলোড হিস্টোরি, উইন্ডোজের রিসেন্ট ডকুমেন্ট, রিসাইকেল বিন, টেম্পোরারি ফাইল, লগো ফাইল সহ অনান্য সফটওয়্যারের টেম্পোরারী ফাইল বা তথ্য তৈরী হয়। আর উক্ত কাজ শেষ হলে এগুলো অপ্রয়োজনীয় হয়ে পরে। আর এভাবে বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যারের টেম্পোরারী বা জাঙ্ক ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। সিক্লিনার সফটওয়্যারের সাহায্যে আপনি ইন্টারনেট এক্সপ্লোরার, উইন্ডোজ এক্সপ্লোরার, সিস্টেম, মজিলা ফায়ারফক্স, তৃতীয়পক্ষের এ্যাপলিকেশন, টুলবার, মাল্টিমিডিয়া, ইউটিলিটি ইত্যাদি পরিস্কার করতে পারবেন। এছাড়াও রেজিষ্টি স্ক্যান, সফটওয়্যার আনইনষ্টল করা বা স্টার্টআপ নিয়ন্ত্রণ করা যাবে। ২.৮ মেগাবাইটের (২.০৯ সংস্করণ) ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.ccleaner.com থেকে ডাউনলোড করতে পারবেন।

One Comment on "সিক্লিনার দ্বারা কম্পিউটার পরিস্কার রাখুন"

Leave a Reply to তৈয়বCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস