অফিসের পরবর্তী সংস্করণ আসবে ২০০৯ সালে

সম্প্রতি মাইক্রোসফট উইন্ডোজ ভিসতার সাথে (অফিস ১২) অফিস ২০০৭ বাজারজাত করেছে কিন্তু অফিসের পরবর্তী সংস্করণ নিয়ে কাজ শুরু করেছে। অফিস ১৪ নিয়ে (অফিস ১৩ এর পরিবর্তে) এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা দুই বছর পরে ২০০৯ সাল নাগাত বাজারজাত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০০৯ সালে উইন্ডোজের পরবর্তী সংস্করণ উইন্ডোজ ৭ যার সম্ভাব্য নামকরণ উইন্ডোজ ভিইন্না (Vienna) এর সাথে (অফিস ১৪) অফিস ২০০৯ বাজারে আসবে। ২০০৮ সালের প্রথম দিকে অফিস ১৪ এর প্রথম বিটা সংস্করণ এবং ২০০৮ সালের শেষের দিকে অফিস ১৪ এর দ্বিতীয় বিটা সংস্করণ এবং চুড়ান্ত সংস্করণ ২০০৯ সালের শুরুতে ছাড়া হতে পারে। ১৩কে আনলাকি মনে করাতে মাইক্রোসফট অফিস ১৩ বাজারজাত করবে না। এবছরের শেষের দিকে অফিস ১৩ মাক্রোসফটের কর্মচারীরা পরীক্ষামূলক বিটা সংস্করণ হিসাবে ব্যবহার করবে।

One Comment on "অফিসের পরবর্তী সংস্করণ আসবে ২০০৯ সালে"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস