স্বপ্ন ভাঙ্গনের বৃত্ত

জানি, আমায় পেতে ইচ্ছা করে তোমার ঐ বক্ষ নীড়ে,
আমার পানে চেয়ে থাক আমারই অগোচরে,
কেন? তুমি দাওনা ধরা আমার উষ্ণ ভুজান্তরে।
যদি আমায় তুমি ভালবাসো তবে দুরেই কেন? কাছে এসো,
এসে নাইবা তুমি বললে কথা আমার পানে চেয়ে হাসো,
যদি আমায় চাও আপন করে তবে একটুখানি ভালবাসো।
আমার হয় যে সাধ তোমায় পেতে আপন করে এ নিশীথে,
তোমার আমার মিলন ক্ষণে তোমার মাঝে হারিয়ে যেতে,
তবুও কেন, চাওনা আমায় তোমার ঐ বক্ষে পেতে?
তুমি আসছো না আমার কাছে লজ্জা পেয়ে ভাবছো মিছে,
হইতো এ জড়া সমাজটাকে ভয় পেয়ে যাচ্ছ পিছে,
এমনই ভাবে চাইবে তুমি আমার স্মৃতি ফেলতে মুছে।
যেদিন ফুরিয়ে যাবে রঙ্গিন সময় ভাববে কি একটু আমায়?
হইতো তুমি আমায় ভুলে উঠবে মেতে নতুন খেলায়,
সেদিন নতুন সাজে এ জগতে উঠবে জ্বলে তেমার আলয়।
হঠাৎ করে তোমার সাথে দেখা হবে কোন ক্ষণেতে,
দেখবো হাটছো তুমি আগেরই মতো হাতটি তোমা অন্য হাতে,
আমায় দেখে চিনবে না ঐ হাতের উষ্ণ ছোয়াতে।
ভাববো তোমায় আমি চিনি না – ভাবলে কমতে পারে যন্ত্রনা,
তোমার সাথে হয়নি দেখা হইতো এটাই সান্তনা,
হঠাৎ আমার দৃষ্টি সীমা পড়বে পেরিয়ে যাওয়া তোরণা।
একা বসে কোন ক্ষণে হইতো তোমায় পড়বে মনে,
তখন হৃদয় মাঝে উঠবে ঝড় ভাসবে স্মৃতি ধ্বংসাত্বক বানে,
অগোচরে অশ্রু ফোটা জমতেও পারে নয়ন কোণে ॥

(০৩ মাঘ ১৪০৭/কালিশংকর পুর)

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস