পুষ্প

ফুটিলো পুষ্প কলি গহীন গহনে,
ছড়ায়ে লুব্ধ ঘ্রাণ গগনে পবনে।
ছুটিছে সহস্র মৌ ঐ পুষ্প তরে,
ফুটিনু যদিও কলি অতি অগোচরে।
কত ঘ্রাণ কত প্রাণ লুকায়ে বক্ষে,
ঝরিছে আপনি তরে সবার অলক্ষ্যে।
তোমা যদি মালা করে পরি মম গলে,
অধরে চুমিয়ে সুধা লয় লোক অন্তরালে,
দেবেকি ব্যথা কভু কাটা হয়ে বিধে?
ফুলে ফুলে নাহি ঘুরি চাইনাকো দোসর,
তবুও কেন ভাঙ্গলে মোর স্বপ্নিল বাসর?
ঝরালে হৃদয় শোণিত কোন অপরাধে?
ফুল চাওয়া অপরাধ? জানা ছিলো না,
উষ্ণ শোণিত কভু বাধা মানে না।
ঝরিবে সকল সৃজন এই কন্টক ভুবনে,
হইতো পাবোনা আমি তোমায় আপনে।
পুষ্প সুধা গরসম আমোরি অধরে,
ছিড়িতে পুষ্প বাধিবে কাটা পুষ্প নীড়ে।

(২৯ ভাদ্র ১৪০৫/কালিশংকর পুর)

২ Comments on "পুষ্প"

  1. ভাইয়া আমি তো জানতাম আপনি কম্পিউটার বিষয়ে ভাল জ্ঞান আছে কিন্তু আপনি যে এত ভাল কবিতা ও লিখেন তা অামার জানা ছিলনা।
    আপনার অনুমতি ছাড়া আপনার কবিতা টা আমি আমার ডাইরিতে লিখে রাখলাম। কিছু মনে নিয়েন না ভাইয়।
    -:নাদের:-

    1. আমি যে ভাল কবিতা লিখি না সেটা আমি জানি।
      আর এখন আসলে সময় হয় না কবিতা লেখার। এগুলো অনেক আগের লিখা।

      যাই হউক আমার কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস