গুগল অ্যাডসেন্স এখন বাংলায়

“গুগল অ্যাডসেন্স” নিয়ে বাংলা ভাষা ভষিদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে গুগলে অ্যাডসেন্স এর অফসিয়াল ব্লগ পোস্টে বাংলা ভাষা সমর্থনের ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ব্লগপোষ্টে গুগল উল্লেখ করেছে; বাংলাদেশ এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি কথা বিবেচনা করে গুগল বাংলায় অ্যাডসেন্সের বাংলা ভাষায় সেবা চালু করার উদ্যেগ নিয়েছে।
Adsense
গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন নিজের ওয়েবসাইটে প্রকাশ করে সাইটের মালিক অর্থ উপার্জন করতে পারেন। বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রাপ্ত অর্থের ৬৮% (কনটেন্টের ক্ষেত্রে) এবং ৫১% (সার্চের ক্ষেত্রে) সাইটের মালিকদের প্রদান করে গুগল। গুগল অ্যাডসেন্সের তথ্য অনুযায়ী রবর্তমানে বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালেই গুগল অ্যাডসেন্স তাদের প্রকাশকদের প্রায় ১০ বিলিয়ন ডলার পেমেন্ট দিয়েছে। বাংলা সহ ৪১ ভাষাতে “গুগল অ্যাডসেন্স” সমর্থন করে। গুগল অ্যাডসেন্স ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউব, মোবাইল অ্যাপেসেও ব্যবহার করা যায়। মাস শেষে আয় ১০০ ডলার বা তার বেশি অতিক্রম করলে গুগল থেকে সরাসরি ব্যংক অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেয়।

গুগল অ্যাডসেন্স এর অফিসিয়াল ব্লগ লিংক: https://goo.gl/dEJ6sJ
হ্যাপি বাংলা ব্লগিং….

২৮ Comments on "গুগল অ্যাডসেন্স এখন বাংলায়"

  1. অনেকবার ট্রাই করলাম। হলনাতো। নিশ্চই কোথাও ভুল হচ্ছে আমার। কিন্তু ভুলটা কি সেটাই বুঝতে পারছিনা। হেল্প চাই প্লিজ…

  2. It’s appropriate time to make some plans for the future and it is time to be happy.
    I’ve read this post and if I could I want to suggest you some interesting
    things or advice. Maybe you could write next articles
    referring to this article. I desire to read
    more things about it!

  3. বাংলা ভাষাভাষী মানুষদের অনেক উপকৃত করেছে গুগল। আমাদের অনেক অসুবিধা হত, কিন্তু এখন আমাদের কাজের মাত্রা আরেক ধাপ এগিয়ে যাবে এবং বাংলা ভাষা-ভাষী অনেক অনুপ্রেরণা পাবে। অনেক অনেক ধন্যবাদ বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য।

Leave a Reply to liponislamCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস