সেই তুমি

একদিন-এই তুমি পাশে ছিলে
বুকে মাথা রেখে বলেছিলে, “ভালবাসি, ভালবাসি-
আমাকে ভুলো না।”
আমার অশ্রুতে অশ্রু ফেলেছিলে
নেত্র দিয়ে খুজেছিলে
নেত্রের বন্ধন।
আর আজ – – – – – – –
আঙ্গুলের হীরক খণ্ডের সূর্যের ঝলকানি দেখাও,
উপহার দাও ঘৃণিত দৃষ্টি, নষ্ট হাসি।
একদিন দেখা হলো তোমার সাথে;
দেবরের সাথে পরিচয় করালে
পাড়ার ছেলে বলে – – – – – -।
পরের দিন দরজা খুলেই দেখি তুমি,
সকাল বেলার চঞ্চলতার আগেই তুমি হাজির।
ভেবেছিলে আমি তোমার ক্ষতি করবো,
তাই চিঠিগুলোকে – – – – –
হাজার টাকার নিলামে চড়ালে।

অঙ্গিকার দিয়ে চিঠিগুলোকে রাখি
ভালবাসার চিহ্ন হিসাবে।
ঘর না ভাঙ্গার অঙ্গিকার নিলে
আর দিলে নষ্ট হাসি, বাকা চাহনি।
সবার অজান্তে চলে গেলে পিতৃলয়ে।
রখে গেলে জীর্ণ হৃদয়ের বিদীর্ণ প্রেম।

আর দেখা হয়নি
শুনেছি এখন জাপানে – – – – –
তোমার প্রথম দেখা, আজ দেখছি স্মৃতি থেকে,
তোমার নষ্ট হাসি, মায়াবী মুখ,
কেন জানি খুব দেখতে ইচ্ছা করছে।
ভালবাসার অঙ্কার থেকে জানতে ইচ্ছা করছে,
আমাকে মনে পরে কি না – –
আর প্রত্যুত্তরে “না”॥

(২১ মাঘ ১৪০৫/পিয়ার পুর)

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস