অবরুদ্ধ বিহঙ্গী

ভেঙ্গে ফেল ঐ লৌহ পিঞ্জর খুলে ফেল ওর দ্বার,
যেথায় তোমা সর্বসত্ত্বা হয়েছে অন্ধকার।
তুলে ফেল ঐ দাসত্ব চিহ্ন বল উন্নত শিরে,
এ ভুবনের শ্রেষ্ঠা মোরা আর রইবোনা অগোচরে।
মুছে ফেল হৃদয়ের সর্ব জড়তা উর্দ্ধ হস্তে উড়াও কেতন,
ভীরুরা দেখুক চেয়ে তোমরা আজি সবাই চেতন।
ভুলে যাও ঐ মায়া মমতা যে মায়া করেছে নত,
আপনার মুক্তি নাও ফিরিয়ে যে যা বলুক শত।
কিন্তু এ কি হায়!
স্বাধীনতা নামে সেচ্ছাচারিতা কি তোমাদের শোভা পায়।
কি কলংক! এঁকেছো তোমরা মা জাতির বুকে,
আপনারে আজি করেছো ভ্রষ্টা মিথ্যা মোহ ও সুখে।
কালিমার দাগ খোদার ভয় নেই যার আজি মনে।
তোমাদের পানে নবকেরা আজি করিছে আহ্বান,
আপন আলয়ে ফিরে আসিয়া হও অনির্বাণ॥

(২৬ অগ্রহায়ণ ১৪০৬/কালিশংকর পুর)

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস