বন্ধের সময় ডকুমেন্টস পরিস্কার করা

আমরা কম্পিউটারে যেসকল কাজ করি তা ডকুমেন্টস -এ থেকে যায় এবং কোন কোন প্রোগ্রাম রান এর সাহায্যে চালিয়েছি তা রানে থাকে। পরবর্তীতে অন্যকেউ কম্পিউটার ওপেন করে দেখতে পারবে পূর্বের ব্যবহারকারী কি কি কাজ করেছে। এ থেকে মুক্তি পেতে হলে স্টাট মেনু থেকে Run এ ক্লিক করুন (বা Start+R চাপুন)। এবার Regedit লিখে OK করলে Registry Editor খুলবে। রেজিস্টি্র এ্যডিটর থেকে HKEY_CURRENT_USER > Software > Microsoft > Windows > CurrentVersion > Policies > Explorer সিলেক্ট করে Edit মেনু থেকে New সিলেক্ট করে DWORD Value এ ক্লিক করুন। তাহলে ডানে New Value #1 আসবে যা পরিবর্তন করে ClearRecentDocsOnExit লিখুন। এবার ClearRecentDocsOnExit এর উপরে দুবার ক্লিক করে Value Data অংশে ১ লিখুন এবং রেজিস্টি্র এ্যডিটর বন্ধ করুন। এখন থেকে লগ অফ বা কম্পিউটার বন্ধের সময় ডকুমেন্টস ও রান থেকে সকল তথ্য মুছে যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস