সহজে এফটিপি লগইন করা

যাদের ওয়েব হোষ্টিং সম্পর্কে ধারণা আছে তারা ফাইল ট্রান্সফার প্রটোকল বা এফটিপি সম্পর্কে কমবেশী জানেন। উইন্ডোজে বিল্টইন এফটিপি সাপোর্ট রয়েছে, ফলে সহজে কোন সফটওয়্যার ছাড়ায় এফটিপিতে লগইন করা যায়। যেমন আপনি ftp://ftp.example.com যদি সাইটে লগইন করতে চান তাহলে উইন্ডোজ এক্সপ্লোরার বা ইন্টারনেট এক্সপ্লোরারের এড্রেসবারে ftp://username:[email protected] লিখে এন্টার দিলেই আপনার সাইট লগইন হবে।
আর আপনি যদি মাই নেটওয়ার্ক প্লেসে সাইটটি যুক্ত করতে চান তাহলে মাই কম্পিউটার (বা যে কোন ফোল্ডার) খুলে Tools মেনু থেকে Map Network Drive… এ ক্লিক করুন। এবার Sign up for online storage or connect to a network server এ ক্লিক করলে Add Network Place Wizard আসবে এখানে Next করুন। এবার Choose another network location নির্বাচন করে আবারো Next করুন। এবার Internet or network address এ ftp://username:[email protected] লিখে Next করে (পছন্দের নাম দিয়ে) Next করে Finish বাটনে ক্লিক করুন। তাহলে নেটওয়ার্ক প্লেসে এফটিপির শর্টকাট চলে আসবে। এখন থেকে বার বার পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে না। মাই নেটওয়ার্ক প্লেস থেকে ftp.example.com এ দুইবার ক্লিক করলেই লগইন হবে।

One Comment on "সহজে এফটিপি লগইন করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস