নিজস্ব ইমেইল ঠিকানা ছাড়ায় মেইল করা

যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের প্রায় সকলেরই ইমেইল ঠিকানা রয়েছে। তারপরেও যাদের নিজস্ব কোন ইমেইল নেই বা বিশেষ কারণে ইমেইল খুলতে চাচ্ছেন না বা যাকে ইমেইল করবেন তাকে আপনার ইমেইল ঠিকানা দিতে চাচ্ছেন না এক্ষেত্রে আপনি ইমেইল না খুলেও ওয়েব সাইট থেকেও দ্রুত অন্যকে ইমেইল করতে পারবেন। এজন্য www.note2email.com সাইটে ঢুকে ফরমের Email Address এ প্রাপকের ইমেইল ঠিকানা, Title এ ইমেইলের বিষয়, Note এ মূল মেইল লিখে নিচের যেকোন একটি লগো নির্বাচন করে send it বাটনে ক্লিক করুন তাহলে সরাসরি প্রাপকের কাছে ইমেইল যাবে। এক্ষেত্রে প্রাপক এর কাছে প্রেরক হিসাবে [email protected] ঠিকানা দেখাবে। এছাড়াও এখানে নির্দিষ্ট কী ব্যবহার করে মেইল Encrypt করে পাঠানোর সুবিধা রয়েছে।

২ Comments on "নিজস্ব ইমেইল ঠিকানা ছাড়ায় মেইল করা"

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস