অবমুক্ত হলো ইন্টারনেট এক্সপ্লোরার ৮ বিটা ১

মাইক্রোসফট তাদের ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ৮ বিটা ১ সংস্করণ ছেড়েছে। ইতিমধ্যে তারা ওয়েব স্ট্যান্ডার্ড (www.webstandards.org) থেকে অনুমোদন নিয়েছে। ওয়েব স্ট্যান্ডার্ড হিসাবে মাইক্রোসফট নতুন এই ব্রাউজারে যুক্ত করছে সিএসএস (ক্যাসকেডিং স্টাইল শীট) এবং আরএসএস (রিয়েলি সিম্পল সিন্ডিকেশন)। মূলত ইন্টারনেট এক্সপ্লোরার ৭.০ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রভাব ফেলতে ব্যার্থ হয়েছে। তিনবছর আগে বাজারে আসা ওপেন সোর্স ব্রাউজার ফায়ারফক্স এককভাবে এখনও ব্রাউজারের মধ্যে শীর্ষে অবস্থান করছে। সমপ্রতি ফায়ারফক্স ৩ বিটা ৩ বাজারে এসেছে। এছাড়াও অনান্য ইন্টারনেট ব্রাউজারের মধ্যে রয়েছে সাফারি, নেটস্কেপ, অপেরা, ম্যাক্সথন, এভান্ট, কেমিলিয়ন, ফ্লক ইত্যাদি। ইন্টারনেট এক্সপ্লোরার ৮ বিটা ১ http://www.microsoft.com/windows/products/winfamily/ie/ie8/getitnow.mspx সাইট থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস