তিতিক্ষু

আমারে তুমি ভালবাসো জেনেই তোমায় ডাকি,
এ জনমে আমি (তোমায়) দিলেম শুধু ফাকি;
মিছামিছি খেলার ছলে
আপনারে ডুবাই জলে
আপনারে ভালবেসে হলেম আজি পাতকী,
আর জেননা আমি কভু তোমায় ভুলে থাকি।

এ জগতের মিথ্যা মোহে তোমারে গেলুম ভুলে,
তবুও তুমি এ অধমরে দাওনি হেলায় ফেলে;
যাদের জন্য এই জীবনে
চাইনি ফিরে তোমার পানে
আজি সেই স্বজনরাই দিলো মোরে দুরে ঠেলে,
তাইতো আমার ভাঙ্গলো ভুল ডাকি তোমা সব ভুলে।

ক্ষমা কর প্রভু মোরে করো না কো অভিমান,
তোমা এ দাস ভুল করেছে, চেয়োনা তার প্রতিদান;
এই অধমরে করো ক্ষমা
ক্ষমাবান জানি তোমা
যদি চাও দিতে পারি জান কোরবান,
ক্ষমা করো দয়াময় – করো মোরে কৃপাদান ॥

(২৭ আশ্বিন ১৪০৮/কালিশংকর পুর)

One Comment on "তিতিক্ষু"

  1. ক্ষমা করো দয়াময় – করো মোরে কৃপাদান
    ————————————

    করুনা কর প্রভু, আমাকে ও আমার বন্ধুকে
    যে তোমাকে ভুলেছিল ধরণীর মোহে।
    সে জেনে গেছে আজ,তুমিই সব তার।
    দয়া করো আমাদের ,দয়া করো প্রভু
    শুধু তোমার কাছেই চাই,জানি শূন্যে ফেরাবে না কবু।

    ——————

    আপনার লেখাটা পড়ে আমার ও লিখতে ইচ্ছে হলো । অনধিকার চর্চা জন্য ক্ষমা চাইছি।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস