নিজের পছন্দের কন্ট্রোল প্যানেল

কন্ট্রোল প্যানেল নিয়ে আমাদের মাঝে মাঝে কাজ করতে হয়। কাজের সুবিধার জন্য প্রয়োজনীয় কন্ট্রোলগুলো নিয়ে আলাদা একটি কন্ট্রোল প্যানেল স্টার্ট মেনুতে করে রাখলে একটু সময় কম লাগবে। এজন্য স্টার্ট বাটনে মাউসের ডান বাটন ক্লিক করে Explore All Users এ ক্লিক করুন। এবার My Control Panel নামে একটি ফোল্ডার তৈরী করে খুলুন। এরপরে আসল কন্ট্রোল প্যানেল খুলে Classic View হিসাবে দেখুন। এবার কন্ট্রোল প্যানেলর পছন্দের কন্ট্রোলগুলো ড্রাগ করে তৈরী করা ফোল্ডারে আনুন। ব্যাস; এখন কন্ট্রোল প্যানেল না খুলে Start > My Control Panel থেকে কন্ট্রোলগুলো ব্যবহার করতে পারবেন। চাইলে এগুলোর শর্টকাট তৈরী করে ব্যবহার করতে পারবেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস