স্ক্রিনসেভার ভিডিও বা অডিও গান

স্ক্রিনসেভারের সাথে আমরা সবাই পরিচিত। স্ক্রিনসেভারের কাজ হচ্ছে কম্পিউটার নির্দিষ্ট সময় নিস্ক্রিয় অবস্থায় থাকলে স্ক্রিনকে সেভ করার জন্য পর্দাজুড়ে অন্য (পছন্দের) কিছূ আসবে। বিভিন্ন রকমের চমকপ্রদ স্ক্রিনসেভার দেখা যায়। কিন্তু স্ক্রিনসেভার হিসাবে ভিডিও বা অডিও গান যদি শুরু হয় তাহলে কেমন হয়। এমনই মাল্টিমিডিয়া স্ক্রিনসেভার সক্রিয় থাকলে কম্পিউটারে নির্দিষ্ট সময় কাজ না করলে স্ক্রিনে (পর্দাজুড়ে) ভিডিও বা অডিও গান চালু হবে। এক্সপি বা এর পরের সংস্করণের উইন্ডোজের জন্য তৈরীকৃত ফ্রিওয়্যার এই স্ক্রিনসেভার (৪০২ কিলোবাইট) www.microsoft.com বা www.mehdi-akram.tk ওয়েব সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে স্ক্রিনসেভারটি ইনষ্টল করুন তাহলে সয়ংক্রিভাবে ডিসপ্লে প্রোপার্টিস>স্ক্রিনসেভার আসবে এখানে সেটিং বাটনে ক্লিক করে ইচ্ছামত ভিডিও বা অডিও গান নির্বাচন, স্ক্রিন, স্পিড, লুপ ইত্যাদি সেটিংস করে একটিভ করুন। এটি উইন্ডোজ মিডিয়া ব্যবহার করে ফলে উইন্ডোজ মিডিয়ারের সকল সুবিধাই পাওয়া যাবে। এরপর নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভার হিসাবে আপনার পছন্দের গান বাজতে থাকবে।

One Comment on "স্ক্রিনসেভার ভিডিও বা অডিও গান"

Leave a Reply to mmronyCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস