গুগল প্লাসের স্ট্রিম টুইটারে নেওয়া

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারের সাথে প্রায় সকল সামাজিক সাইটের স্ট্যাটাস আদান প্রদানের সয়ংক্রিয় ব্যাবস্থা আছে। গুগল প্লাসের সাথে এমন ব্যবস্থা না থাকলেও প্লাসটু ডট নেট গুগল প্লাসের স্ট্রিম টুইটারে আপডেট করার ব্যবস্থা করে দিয়েছে।
ধাপ১) এজন্য প্রথমে www.plusto.net সাইটে যেতে হবে।
ধাপ২) এবার Sign in with a Google Account (popup) এর Google Account লিংকে ক্লিক করে পপআপ উইন্ডো থেকে গুগল অ্যাকাউন্টে লগইন করুন এবং পরবর্তী পেজ থেকে Allow বাটনে ক্লিক করুন।
ধাপ৩) এখন ইনভাইট কোড লাগবে। উপরে Need an invite? এ ক্লিক করলে ইনভাইট কোড পাওয়া যাবে তা কপি করে মূল পেজে পেষ্ট করে Submit বাটনে ক্লিক করুন।
ধাপ৪) এবার টেবিলে টুইটার কলামে Click here to link now! এ ক্লিক করে টুইটারে লগইন করুন।
ধাপ৫) এবরপরে PlusTo কলামে Activate বাটনে ক্লিক করুন।
ব্যাস এখন গুগল প্লাসে কোন স্ট্রিম পোষ্ট করলে শেষে থাকলে তা টুইটারে আপডেট হবে। এজন্য অবশ্য পোষ্টের শেষে বা মাঝে #p2t হ্যাশট্যাগ লিখতে হবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস