জিমেইল থেকে টুইট করা এবং দেখা

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। টুইটারে স্ট্যটাস আপডেট করা যায় বিভিন্নভাবে। জিমেইল থেকেও (গুগল বটের মাধ্যমে) টুইটারে স্ট্যাটাস আপডেট করা এবং অনেক স্ট্যাটাস রিয়েল টাইম দেখা যাবে।
ধাপ১) প্রথমে www.chitter.im বা www.chitterim.appspot.com সাইটে গিয়ে Please first login to Google. এর Google ক্লিক করে গুগলে লগইন করুন।
ধাপ২) এবার Remember this approval for the next 30 days চেক বক্স চেক রেখে Allow বাটনে ক্লিক করুন।
ধাপ৩) এখন Please authorize Chitter.im at Twitter.Gi Twitter ক্লিক করে টুইটারের সাইন ইন করে Authorize app বাটনে ক্লিক করুন।
ধাপ৪) এবার [email protected] ঠিকানাটি গুগল টকে বা গুগলের কন্ট্রাক্টে যুক্ত করুন।
ধাপ৫) এখন থেকে টুইট করতে হবে ইন্সট্যান্ট ম্যাসেজিং এর মত। [email protected] ঠিকানার চ্যাটিং এ /t Gi পরে স্ট্যাটাস লিখে (যেমন, /t Good Morning) এন্টার করলে Good Morning স্ট্যাটাস হিসাবে টুইটারে আপডেট হবে এবং Your tweet has been sent. ম্যাসেজ আসবে।
বিস্তারিত কমান্ড জানতে (হেল্প পেতে) /h লিখে এন্টার করলেই হবে। এছাড়াও নতুন কোন টুইট আসলে তা জিমেইলের চ্যাটিং হিসাবে দেখা যাবে। মনে হবে আপনার বন্ধু আপনাকে জিমেইলের চ্যাটিং এ স্ট্যাটাসটি দিয়েছে।
পরবর্তিতে টুইটারে ঠিকানা পরিবর্তন করতে বা মুছে দিতে চাইলে www.chitterim.appspot.com সাইটে গিয়ে করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস