ফেসবুকে সাবস্ক্রাইবার সিস্টেম

ফেসবুকে সাবস্ক্রাইবার সিস্টেম চালু হয়েছে এর ফলে কেউ বন্ধু না হয়েও অন্যের সাবস্ক্রাইবার হয়ে তার তথ্য পেতে পারে। এটা অনেকটা পেজের সুবিধার মতই। ফেসবুকে ৫০০০টির বেশী বন্ধু যুক্ত করা যায় না কিন্তু প্রোফাইলে সাবস্ক্রাইব সিস্টেম থাকলে আনলিমিডেট সাবস্ক্রাইবার যুক্ত হতে পারে। ফলে অনেকেই ফেন্ড রিকোষ্ট না পাঠায়েও সাবস্ক্রাইব করে তথ্য দেখতে বা মন্তব্য করতে পারবে। এছাড়াও তথ্য নির্দিষ্ট বিষয়ে সাবস্ক্রাইব করতে পারবে।
প্রোফাইলে সাবস্ক্রাইবার বাটন যুক্ত করার জন্য www.facebook.com/about/subscribe এ গিয়ে Allow Subscribers বাটনে ক্লিক করুন। এখন একটি পপআপ উইন্ডো আসবে। এখানে সাবস্ক্রাইবার মন্তব্য করতে পারবে কিনা বা কে কে দেখতে পারবে তা নির্ধারণ করে Okay বাটনে ক্লিক করুন।

ব্যাস Subscribers বাটন যুক্ত করার হলো। প্রোফাইলের বামে Subscriptions এবং Subscribers বাটন চলে আসবে। আর প্রোফাইলটি যখন অন্য কেউ দেখবে তখন Subscribe বাটনটি থাকবে উপরের ডানে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস