উইন্ডোজ লাইভ’ দ্বারা নিজের ডোমেইনে ৫০০ ইমেইল ঠিকানা

গুগল এ্যাপস সম্পর্কে আমরা কম বেশী জানি। গুগল এ্যাপস প্রথম দিকে বিনামূল্যে নিজস্ব ডোমেইনে আনলিমিটেড ইমেইল ঠিকানা দিলেও বর্তমানে ট্রায়াল হিসাবে মাত্র ১০টি ইমেইল ঠিকানা দিচ্ছে। তবে বর্তমানে ‘উইন্ডোজ লাইভ’ নিজস্ব ডোমেইন বিনামূল্যে ৫০০টি ইমেইল ঠিকানা দিচ্ছে। এই প্রতিটি ইমেইল ঠিকানাতে পাওয়া যাবে ২ গিগাবাইট যায়গা, আর উইন্ডোজ লাইভের সকল সুবিধাতো থাকছেই। আমরা ধাপে ধাপে দেখবো কিভাবে উইন্ডোজ লাইভ নিজস্ব ডোমেইনে সেটআপ করা যায়।
ধাপ১) এজন্য www.domains.live.com সাইটে গিয়ে Custom Domains এর নিচে Get started লিংকে ক্লিক করুন।

ধাপ২) এবার Provide your domain name অংশে ডোমেইন ঠিকানা লিখুন এবং Choose mail service for your domain অংশে Set up Windows Live Hotmail for my domain নির্বাচিত রেখে Continue বাটনে ক্লিক করুন।

ধাপ৩) নিজের উইন্ডোজ লাইভ অ্যাকাউন্ট থাকলে Sign in with an existing Windows Live ID. নির্বাচিত রেখে Continue বাটনে ক্লিক করুন।

ধাপ৪) এখন উইন্ডোজের লাইভ আইডি (হটমেইল, লাইভ ইত্যাদি) দ্বারা লগইন করুন।

ধাপ৫) এরপরে Review settings and accept agreement এ I Accept বাটনে ক্লিক করুন।

ধাপ৬) এবার ডোমেইনের মালিকানা প্রমাণ করতে হবে। এজন্য MX server: থাকা অংশটুক কপি করুন।

ধাপ৭) এজন্য নতুন ট্যাবে সিপ্যানেলে লগইন করে Mail অংশে MX Entry এ ক্লিক করুন।

ধাপ৮) এখন Add New Record অংশের Priority: এ ১০ লিখুন এবং Destination: অংশে MX records দিয়ে (MX server কপি করা অংশ) Add New Record বাটনে ক্লিক করুন এবং পূর্বের MX record টি ডিলিট করে প্যানেল বন্ধ করুন।

ধাপ৯) এখন Refresh বাটনে ক্লিক করলে Updating… হবে।

ধাপ১০) আপডেটিং শেষ হলে ডোমেইন পেজে ফিরে আসবে এবং Status এ Active দেখাবে।

ধাপ১১) এরপরে মেইল ঠিকানা যুক্ত করতে বাম পাশ থেকে Mail accounts এ ক্লিক করে Add বাটনে ক্লিক করে যুক্ত করা যাবে।

ব্যাস এখন আপনি ইচ্ছামত (৫০০টি পর্যন্ত) ইমেইল ঠিকানা যুক্ত করতে পারবেন। মেইল চেক করতে হলে http://mail.live.com ঠিকানাতে গিয়ে মেইল চেক করা যাবে।

৩৫ Comments on "উইন্ডোজ লাইভ’ দ্বারা নিজের ডোমেইনে ৫০০ ইমেইল ঠিকানা"

  1. সিপ্যানেল কোথায় পাব? আমার ডোমেইন কোনটি? আমার আইডি হলো- [email protected]
    আমার একটি ডোমেইন আছে সেটা হলো- http://www.bjcoa.co.cc সেটাও এই ব্লগের কল্যান্ই করতে সক্ষম হয়েছি। কিন্তু সিপ্যানেল খুজে পাচ্ছি না। দয়া করে বলবেন কি? কোথায় আছে সে ?

      1. উক্ত লিংক দিয়ে আমি আমার ডোমেইনে ৫০০ একাউন্ট করার সুযোগ পেয়েছি। কিন্তু আমার এই http://www.bjcoa.co.cc/ এই ডুমেইনটা ইউআরএল ফরোয়ার্ডিং বিধায় সরাসরি পেজ ওপেন হতে অনেক সময় লাগে। তাছাড়া এখন আর ঢুকতে পারছি না। কি করে সমাধান করব বুঝতে পারছি না। দয়া করে বলবেন কি?

          1. গত রাতে আমি সর্বশেষ এই সাইটে ঢুকেছি। কিন্তু এখন আর ঢুকতে পারছি না। কোথায় কি সমস্যা হলো বুঝতে পারছি না।

  2. প্রথমে জানাই অনেক গুরুপ্তপূর্ন তথ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
    অনেক দিন আগে সমকাল দর্পণে রেজিঃ করছিলাম কিন্তু আজকে হঠাৎ করে লগিন করতে না পারাই আবার নিউ করে রেজিঃ করলাম। জাই হোক … আইটা কোন ব্যাপার না… 🙂

    পোস্ট এর ব্যাপারেঃ ভাই জান এইটা অ্যাড করতে গিয়ে আমার একটা প্রবলেম হইছে
    ধাপ ৮ শেষ করে ধাপ ৯ এ Refresh বাটনে ক্লিক করলে Updating… হয়ে… এই লেখা আসে

    **You need to prove ownership of this domain by creating a DNS record. Use the settings below.

    You can Cancel service or Edit mail settings **

    এবং Status এ Active না হয়ে Pending DNS configuration আসে।
    আর ভাই জান Active হতে কি কিসু সময় নে? না সাথে সাথে হয়ে যাই ?
    ভাইজান প্লিস আমাকে একটু জানাবেন।
    আর আমি যে domain এর জন্য করতে চাচ্ছি লিংক হচ্ছেঃ http://advancedhearingbd.com/ এবং http://farukbd.net/
    আমার মেইল আইডিঃ [email protected], [email protected]
    ফেসবুকঃ https://www.facebook.com/farukmrbd

      1. ভাই জান MX records সটে রিফ্রেশ কি ভাবে করব? প্লিস একটু জানাবেন।
        আসলে ভাই জান আমি সিপ্যানেলের কাজ একটু কম বুজিতো তাই আপনাকে একটু বেশি বিরক্ত করছি। প্লিস কিসু মনে করবেন না।

            1. ভাই আপনি বলছিলেন সিপ্যানেল AND লাইভের user & password দেওয়ার জন্য ।
              তাই আমি আপনার ফেসবুক এ Messages এ সিপ্যানেল AND লাইভের user & password দিয়ে দিলাম ।
              ভাই প্লিস একটু করে দেন।

            2. ভাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
              ভাইজান একটা কথা না বললে নই – আজকে আমি কম্পিউটার এবং মোবাইল এর অনেক কিছুর জানার একমাত্র অবদান হচ্ছে টেকটিউনস, আপনার এই সাইট (সমকাল দর্পণ) ও আপনি।

              সত্য কথা সারা জীবন বলে যাব ইনশাল্লাহ…
              আমার সাইট গুলো বানাতে আপনাদের অবদান অনেক বেশি।
              আমার এই পারসোনাল সাইটা http://www.farukbd.net সম্পূর্ণ কাজ আমার করা
              বেশির ভাগ কাজ আপনাদের পোস্ট দেখে দেখে করছি।
              তাই সবসময় আপনাদের কাছে আমি কতজ্ঞ।
              ভাইজান আমার জন্য দোয়া করবেন।

  3. আকরাম ভাই সালাম নিবেন, কিছু মনে করবেন না ভাই আসলে আইটি জগতে আমি নতুন। আর ৭ নম্বরে সিপ্যানেল সম্পর্কে কিছু জানিনা, আর লগইন করবো কিভাবে? এটি কথায় পাবো আর কেমন করে লগইন করতে হবে একটু বিস্তারিত বললে খুশি হবো ?

  4. আকরাম ভাই আমার ফেসবুকটা খু্লতে পারছি না। একটু দেখবেন প্লিজ
    আপনার মেইলে আমার ফেসবুকের পাসওয়ার্ড ও মেইল দিয়েছি।

  5. ডিজেবল কি কারণে হয় ? একাউন্টি ফিরে পাওয়ার উপায় আছে কি ? থাকলে বিস্তারিত বলবেন প্লিজ

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস