ফেসবুকের পেজে নিজস্ব একটি ট্যাব

জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকে অনেকেরই নিজের বা কোম্পানী বা কোন পণ্যের নামে ফেসবুকের পেজ রয়েছে। এসকল পেজে ইচ্ছামত ট্যাব বা তথ্য যোগ করা যায় না। তবে চাইলে পেজটিকে নিজের ইচ্ছামত আরেকটু সাজিয়ে নেওয়া যায় নতুন একটি ট্যাব দ্বারা। ফেসবুকের পেজে নতুন ট্যাব যুক্ত করার দারুন একটি ওয়েবসাইট হচ্ছে থ্রুসোস্যাল ডট কম।
এজন্য প্রথমে www.thrusocial.com সাইটে গিয়ে Sign In বা Try It Free এ ক্লিক করে ফেসবুক দ্বারা লগইন করুন। তাহলে আপনার পেজগুলোর তালিকা দেখা যাবে। এখানে New Tab এ ক্লিক করলে কি ধরনের ট্যাব নিবেন তার একটি ড্রপ-ডাউন আসবে, একটি পছন্দ করে Create Tab বাটনে ক্লিক করুন। এবার ফ্রি টেমপ্লেট থেকে একটিতে ক্লিক করে Use Template বাটনে ক্লিক করুন। এবার পেজটিকে ইচ্ছামত তৈরী করে Publish বাটনে ক্লিক করে ফেসবুকের পেজে গিয়ে দেকুন ট্যাবটি দেখা যাচ্ছে। পরবর্তিতে থ্রুসোস্যালে কোন পেজের ট্যাবে সম্পাদনা করলে তা সয়ংক্রিয়ভাবে ফেসবুকের পেজের ট্যাবে প্রদর্শিত হবে। ফ্রি অ্যাকাউন্ট হিসাবে একটি পেজে একটি ট্যাবই তৈরী করা যাবে।

One Comment on "ফেসবুকের পেজে নিজস্ব একটি ট্যাব"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস