মোবাইলে পাওয়া যাবে ইমেইল প্রাপ্তির খবর

বর্তমানে স্মার্ট ফোনগুলোতে ইমেইল চেক করার সুযোগ রয়েছে ফলে অনেকেই মোবাইলেই ইমেইল চেক করেন। কিন্তু যাদের মোবাইলে ইমেইল চেক করার সুযোগ নেই তাদের মোবাইলে যদি ইমেইল আসা মাত্রই এসএমএস এর মাধ্যমে কোন নোটিফিকেশন আসবে তাহলে কেমন হতো! তাও আবার বিনামুল্যে।
কিভাবে বাংলালিংকের গ্রাহকরা ইমেইল এর এসএমএস এলার্ট পাবেন: এজন্য বাংলালিংকের গ্রাহকদের smsemail সার্ভিসটি চালু করতে হবে। সার্ভিসটি চালু করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে signup লিখে 515 নম্বরে এসএসএস করতে হবে তাহলে ফিরতি এসএমএস এ ইমেইল ঠিকানা তৈরীর নিশ্চিকরণ ম্যাসেজ আসবে। আপনার মোবাইল নম্বর যদি 019xxxxxxx হয় তাহলে আপনার ইমেইল ঠিকানা হবে [email protected]| এই ইমেইল ঠিকানাতে যে মেইলই আসুক না কেন তার এলার্ট এসএমএস হিসাবে আপনার মোবাইলে আসবে। এখন আপনার আপনার মূল ইমেইলের সেটিংস এ গিয়ে মেইলগুলো অটো ফরওয়ার্ড করার ব্যবস্থা করুন আপনার বাংলালিংকের ইমেইলে। তাহলে আপনার মেইলে আসা মেইলগুলো বাংলালিংকের মেইলে আসবে এবং আপনি তা এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। তবে মোবাইলে মেইল চেক করতে হলে এসএসএস চার্জ দিতে হবে কিন্তু মেইলের এলার্টের জন্য কোন চার্জ লাগবে না। আরো বিস্তারিত জানতে পারবেন বাংলালিকের ওয়েবসাইট থেকে।
এয়ারটেলের গ্রাহকরা কিভাবে ইমেইল এর এসএমএস এলার্ট পাবেন: এয়ারটেলের গ্রাহকরা মোবাইলের Airtel menu> Messaging> Mobile email > Sign up for Inbox > Subscribe এ গেলে Mobile SMS সার্ভিসটি চালু হবে এবং ফিরতি এসএমএস এ ইমেইল ঠিকানা তৈরীর নিশ্চিতকরণ ম্যাসেজ আসবে। আপনার মোবাইল নম্বর যদি 016xxxxxxx হয় তাহলে আপনার ইমেইল ঠিকানা হবে [email protected]। এবার মূল মেইলকে এয়ারটেল মোবাইল মেইলে ফরওয়ার্ড করলেই হবে। বিস্তারিত এয়ারটেলের ওয়েবসাইট

৯ Comments on "মোবাইলে পাওয়া যাবে ইমেইল প্রাপ্তির খবর"

  1. ভালো লাগলো , কিন্তু জিপি হলে উপকৃত হতাম । ধন্যবাদ আরো একটি সুন্দর পোষ্ট উপহার দে ওয়ার জন্য।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস