অনলাইন থেকে ফ্লাশ ভিডিও ফাইল কনভার্ট ও ডাউনলোড করা

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের জনপ্রিয়তার কারণে ভিডিও ডাউনলোডও বেড়েছে। কিন্তু ইউটিউব বা এরকম ভিডিও শেয়ারিং সাইটে সরাসরি ভিডিও ডাউনলোডের কোন ব্যবস্থা নেই। আবার এরকম ভিডিও গুলো ফ্লাশ বেসড (.FLV) হওয়াতে সাধারণ ব্যবহৃত ভিডিও প্লেয়ারে চলে এই ভিডিও চলে না। কিংবা সিডিতে রাইট করা যায় না। এসব ভিডিও ডাউনলোড করতে যেমন বিভিন্ন ডাউনলোড ম্যানেজার বা ওয়েব সাইটের সাহায্য নিতে হয় তেমনই অনান্য ফরম্যাটে কনভার্ট করতেও বিশেষ সফটওয়্যারের প্রয়োজন হয়। http://vixy.net ওয়েব সাইট এসব ঝামেলা থেকে মুক্তি দেবে। এখানে ইউটিউবের ভিডিও (বা আনান্য .FLV ফরম্যাটের ভিডিও) ডাউনলোড না করেই সরাসরি পছন্দের (AVI/MOV/MP4/MP3/3GP) ফরম্যাটে কনভার্ট করে ডাউনলোড করা যাবে। এছাড়াও কনভার্টার এই সফটওয়্যারটি (উইন্ডোজ এক্সপি/ভিসতা এবং ম্যাক ১০.৪/১০.৫ অপারেটিং সিস্টেমের জন্য) ডাউনলোড করে ফ্লাশ ভিডিও কনভার্ট ও ডাউনলোড করা যাবে। ওপেন সোর্স এই কনভার্ট ইঞ্জিনের ঠিকানা http://sourceforge.net/projects/vixynet এবং সোর্স কোড পাওয়া যাবে http://sourceforge.net/svn/?group_id=183657 ঠিকানাতে। আর এই সব কিছুই হচ্ছে বিনামূল্যে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস