PDF নয় WWF

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা পিডিএফ খুবই জনপ্রিয় ডকুমেন্ট ফরম্যাট। সম্প্রতি পিডিএফ এর মত ডাব্লিউডাব্লিউএফ ফাইল ফরম্যাট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অবমুক্ত হয়েছে যাতে প্রিন্ট করার সুবিধা নেই। ডাব্লিউডাব্লিউএফ (WWF) হচ্ছে Wind Atlas Analysis and Application Program (WAsP) এর WAsP Wind Farm Data ফরম্যাট। এই ডাব্লিউডাব্লিউএফ ফরম্যাটের ফাইল সকল পিডিএফ রিডারে চলে।
যে কোন ডকুমেন্টকে ডাব্লিউডাব্লিউএফ ফাইল ফরম্যাটে তৈরী করতে www.saveaswwf.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। তাহলে প্রিন্টার হিসাবে SAVE AS WWF নামে একটি প্রিন্টার পাওয়া যাবে। এখন যেকোন ডকুমেন্টকে উক্ত SAVE AS WWF প্রিন্টারে প্রিন্ট করে সেভ করলেই ডাব্লিউডাব্লিউএফ ফাইল ফরম্যাট সেভ হবে।

One Comment on "PDF নয় WWF"

Leave a Reply to Ripon MajumderCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস