টাইটেলবারে বাড়তি কিছু বাটন

সাধারণত কোন প্রোগ্রামের টাইটেলবারে তিনটি বাটন থাকে। এগুলো হচ্ছে মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ/রিস্টোর বাটন এবং ক্লোজ বাটন। এই টাইটেলবারে যদি সিস্টেম ট্রেতে মিনিমাইজ করার বাটন, সব সময়ে উপরে রাখার বাটন, প্রোগ্রাম লুকানোর বাটন, প্রোগ্রামটি সচ্ছ করার বাটন ইত্যাদি যুক্ত করা যায় তাহলে কেমন হয়! এমনই সুবিধা দিচ্ছে এক্সট্রাবাটন সফটওয়্যার। মাত্র ১ মেগাবাইটের মত ফ্রি এই সফটওয়্যারটি www.xtrabuttons.com থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পরে টাইটেলবারে নয়টি বাটন আসবে। এগুলো হচ্ছে Minimize to Tray, Minimize to Common Tray, Minimize to Box, Roll-up/Unroll, Always on top, Push to Background, Transparency Present, Tune Transparency এবং Run Application to copy| এছাড়াও কোন বাটন বাদ দিতে চাইলে সিস্টেম ট্রেতে থাকা এক্সট্রা বাটনের প্রোপার্টিসে গিয়ে করা যাবে। আর টাস্কবারের চলতি প্রোগ্রামের উপরে মাউসের ডান বাটন চাপলে সকল বাটনের অপশনই আসবে। সফটওয়্যারটির ফলে সহজেই চলতি প্রোগ্রাম নিয়ন্ত্রণ করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস