ফোল্ডার কে আইএসও (ISO) ফাইলে রূপান্তর করা

ফোল্ডারকে জিপ করার বিভিন্ন সফটওয়্যার আছে কিন্তু আইএসও (‌ইমেজ) তৈরী করার ভাল কোন সফটওয়্যার নেই। তবে ফোল্ডার২আইএসও দ্বারা সহজেই একটি ফোল্ডারের তথ্যকে আইএসও বানানো যায়। ফ্রিওয়্যার এবং পোর্টেবল সফটওয়্যারটি www.trustfm.net/divx/SoftwareFolder2Iso.php থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে সমর্থন করে।

৬ Comments on "ফোল্ডার কে আইএসও (ISO) ফাইলে রূপান্তর করা"

    1. একটি সফটওয়্যার সকলের জন্য সমান উপকারে নাও আসতে পারে।
      যারা বার্নসিডিসিসি দ্বারা আএস্ও কে সিডি/ডিভিডিতে রাইট করবে তাদের লাগবে । এছাড়াও ISO ফাইলের উপকারীতাগুলো নিজে আরেকটু খুজে দেখার চেষ্টা করুন।

Leave a Reply to sakilCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস