আইএসও বাডি দ্বারা ইমেজ ফাইল ম্যানেজ করা

অনেকেই ইমেজ ফাইল সিডি/ডিভিডিতে রাইট (বার্ন) করতে পারে না। আবার তৈরী থাকা ইমেজকে সর্বাধিক জনপ্রিয় ইমেজ ফরম্যাট ISO তে কনভার্ট করার দরকার হয়। এধরনের ইমেজ ফাইল ম্যানেজ করা যাবে আএসও বাডি সফটওয়্যার দ্বারা। সফটওয়্যারটি দ্বারা gi, nrg, cdi, mdf, img, b5i, b6i, dmg, pdi, bin এবং ccd ফরম্যাটের ফাইলগুলোকে ISO ফরম্যাটের কনভার্ট করা যায়। ২ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.dvd-ranger.com থেকে ডাউনলোড করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস