অবমুক্ত হলো উবুন্টু ১০.০৪ (ল্যুসিড লিংক্স)

দিনে দিনে মুক্ত সফটওয়্যার জনপ্রিয় হয়ে উঠছে। এর মধ্যে মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স অন্যতম। লিনাক্সের অন্যতম জনপ্রিয় ডিস্টো উবুন্টুর নতুন সংস্করণ গত ২৯ এপ্রিল অবমুক্ত হলো। নতুন এই ১০.০৫ সংস্করণের নাম ল্যুসিডলিংক্স। উবুন্টুর মূলসাইট www.ubuntu.com থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও বিনামূল্যে সিডি পেতে https://shipit.ubuntu.com থেকে অনুরোধ করতে পারেন। সিডি অনুরোধ করার পদ্ধতি জানতে পারবেন www.shamokaldarpon.com/?p=671 এখান থেকে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস