ডস দ্বারা এনটিএফএস ড্রাইভ পড়া

ডস বা ডিক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা কম বেশী সকলেই জানি। মূলত এমএস-ডস (DOS) হচ্ছে মাইক্রোসফটের বাজারজাতকৃত কমান্ড লাইন অপারেটিং সিস্টেম। একটা সময় অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে এমএস-ডস ছিলো সবচেয়ে বেশী ব্যবহৃত অপারেটিং সিস্টেম। পরবর্তীতে উইন্ডোজ বাজারে আসলে ডস ব্যবহার অপ্রয়োজনীয় হয়ে পরে। বর্তমানে উইন্ডোজের পাশাপাশি কমান্ড প্রম্পট হিসাবে ডস ব্যবহার করা হয়। তবে বুট ডিক্স / স্টার্টআপ ডিক্স হিসাবে ডসের ব্যবহার এখনও চলে আসছে। অনেক সময় উইন্ডোজ না খুললে বা নষ্ট হলে ফাইল উদ্ধারের জন্য বা উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে গেলে অথবা অনান্য প্রয়োজনে ডসকে অপারেটিং হিসাবে ব্যবহার করা হয়। তবে ডসের মূল সমস্যা হচ্ছে হার্ডডিক্সের কোন ড্রাইভ যদি এনটিএফএস (NTFS-নিউ টেকনোলজি ফাইল সিস্টেম) হিসাবে থাকে তাহলে তা পড়তে পারে না, ডস শুধু ফ্যাট/ফ্যাট১৬/ফ্যাট৩২ (FAT-ফাইল এলোকেশন টেবিল) হিসাবে তৈরীকৃত ড্রাইভ পড়তে পারে। ফলে আপনার প্রয়োজনীয় ফাইল যদি এনটিএফএস করা ড্রাইভে থাকে তাহলে বেশ বিপাকে পড়তে হয় (উইন্ডোজ ২০০০ বা এর পরবর্তী সংস্করণে সাধারণত এনটিএফএস হিসাবে সি ড্রাইভ তৈরী করা হয়)। তবে মাইক্রোসফট ছাড়াও এভিরা এনটিএফএস ড্রাইভ পড়তে সক্ষম এভিরা এনটিএফএস ফর ডস পার্সোনাল নামে ডসের মত অপারেটিং সিস্টেম তৈরী করেছে। বিনা খরচে আপনিও এমন একটি বুট ডিক্স তৈরী করতে পারেন। এজন্য www.free-av.com ওয়েবসাইট থেকে Avira NTFS4DOS Personal সফটওয়্যারটি (১.৩ মেগাবাইট) ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে রিমুভাল ড্রাইভটি (ফ্লপি বা ইউএসবি ড্রাইভ) সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। এবার সবকিছূ চেক রেখে Next বাটনে ক্লিক করে Create Floppy বাটনে ক্লিক করলে আপনার বুটেবল বুট ডিক্স / স্টার্টআপ ডিক্স তৈরী শেষ হবে। এবার এই বুট ডিক্স দিয়ে আপনি অনায়াসে এনটিএফএস ড্রাইভ পড়তে পারবেন এবং স্বাভাবিকভাবে অনান্য কাজ করতে পারবেন।

One Comment on "ডস দ্বারা এনটিএফএস ড্রাইভ পড়া"

Leave a Reply to parvezCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস