বাংলা সামাজিক ব্লগ সাইট চতুর্মাত্রিক

ইন্টারনেটে বাংলা ওয়েব সাইট দিনে দিনে বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় নতুন আরেকটি বাংলা সামাজিক ব্লগ সাইট চালু হলো। চতুর্মাত্রিক নামের এই ব্লগসাইটে (যে কেউ) রেজিস্ট্রেশন করে ব্লগিং করতে পারবেন। আর রেজিস্ট্রেশন সক্রিয় হবে সম্পাদকদের অনুমোদনের পরে। প্রশাসকদের দাবি সম্পাদকদের কঠোর অনুশাসনে ব্লগটি পরিচালিত হবে। মূলত অনান্য ব্লগের অনাকাঙ্খিত ঘটানা বা ব্লগ ছেড়ে চলে আসা ইত্যাদির কথা মাথায় রেখে কোন ভয় বা ব্লগের নীতিমালার বিরুদ্ধে অবস্থান না করার প্রত্যয়ে ব্লগটি পরিচালিত হবে। আর ব্লগের প্রাণ ব্লগারদের মতামতের মূল্যায়ন করা হবে। ব্লগটির ঠিকানা হচ্ছে www.choturmatrik.com

৪ Comments on "বাংলা সামাজিক ব্লগ সাইট চতুর্মাত্রিক"

  1. ব্লগটিতে গিয়ে প্রথমেই যা দেখলাম, ব্লগটির ব্যানার হিসেবে যা লাগানো হয়েছে সেইটা মূলতঃ তারেক ও ক্যাথেরিন মাসুদ নির্মিত মুক্তির গান চলচিত্রের পোস্টারের একাংশ।

    ব্যাপারটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। মূল পোস্টারটা এখানে-
    http://genocidebangladesh.org/wp-content/uploads/2007/12/muktir-gaan.gif

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস