আরো নিরাপত্তা দিন উইন্ডোজকে

কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে আমরা উইন্ডোজে পাসওয়ার্ড দিয়ে থাকি। উইন্ডোজের এই ইউজার পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যায়। আবার সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দিলেও ভাঙ্গা যায় সহজে। কিন্তু উইন্ডোজে যদি ইউজার পাসওয়ার্ড ছাড়াও আরেকটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যায় তাহলে কেমন হয়! উইন্ডোজর চালু হবার পরে লগইন স্ক্রিন আসার আগেই একটি পাসওয়ার্ড সেট করা যায়। এটাকে স্টার্টাআপ পাসওয়ার্ড বলে।
স্টার্টাআপ পাসওয়ার্ড সেট করতে স্টার্ট>রানে (Windows+R চেপে) গিয়ে syskey লিখে এন্টার করুন, তাহলে Security the Windows Account Database ডায়ালগ বক্স আসবে। এখানে Encryption Enabled চেক রেখে Update বাটনে ক্লিক করুন তাহলে Startup Key ডায়ালগ বক্স আসবে। এবার Password Startup চেক করে স্টার্টআপ পাসওয়ার্ড দিয়ে Ok করুন। তাহলে পাসওয়ার্ড সেট হবে এবং নিশ্চিতকরন বার্তা আসবে।
এখন থেকে কম্পিউটার চালু করলে লগইন স্ক্রিন আসার আগেই স্টার্টআপ পাসওয়ার্ড ডায়ালগ বক্স আসবে। এখানে পাসওয়ার্ড না দিলে লগইন স্ক্রিন আসবে না। আর বিকল্প পথে উইন্ডোজে প্রবেশ করা যাবে না।
পাসওয়ার্ড মুছে ফেলতে হলে Security the Windows Account Database ডায়ালগ বক্স থেকে Update বাটনে ক্লিক করে কেনা পাসওয়ার্ড না লিখে Ok করুন। এবার পূর্বের পাসওয়ার্ড লিখে Ok করলেই হবে।

৬ Comments on "আরো নিরাপত্তা দিন উইন্ডোজকে"

  1. মেহেদী ভাই,
    অনেক ধন্যবাদ। এই আর্টিকেলটি আমার খুব ভালো লেগেছে। আবারও ধন্যবাদ্।
    ভাই অনেকটা ফেইসবুকের মতো একটি সাইট তৈরি করলাম। যদি সম্ভব হয় তাহলে ভিজিট করে আমাকে একটি মন্তব্য করবেন। আমার সাইটটির নাম http://www.ranabd.com টেম্পোরারী এই ডোমেইনটি ব্যবহার করছি। শিগগিরই পরিবর্তন করে আপনােক জানাবো। এখানে ফ্রেন্ড তৈরী, চেটিং, গ্রুপ তৈরি, ফটো, ভিডি৩ আপলোড, ডিসকাশন ইত্যাদি সুবিধা আছে। ভবিষ্যতে গেম অপশনটিও রাখবো।

    ধন্যবাদ
    মাসুদ রানা
    http://www.ranabd.com

  2. আমাকে ২টি বিষয়ে সাহায্য করলে খুব উপকৃত হব…..

    ১)বায়োস এ পাসওয়ার্ড দিলে সি পি ও না খুলে কি করে বায়োস পাসওয়ার্ড ভাংব বলতে পারেন?
    ২) আমাদের ভার্সিটির ল্যাবে গেস্ট একাউন্ট থেকে ইন্টারনেট ব্যাবহার করতে দেয়, সেখানে অভ্র নেই যার ফলে বাংলা দেখা যায় না, আমি কি করে পিসি হ্যাক না করে বাংলা দেখতে পারব?

  3. ভাইয়া আমি পাসওয়ারড টা active করছি। সঠিক passward দেওয়ার পর এ ও PC Start হইতেছে না ।১০-১৫ বার try করলে কাজ হয়। আর আমি passward টা মুছে ফেলতে পারছি না। pls… help me……
    Mobile number… 00971552132361 sms dela ami call back korbo…..

Leave a Reply to ranabdCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস