ইমেইলের মাধ্যমে গুগল বাজ এ ছবি পোস্ট করা

গুগলের নতুন সেবা বাজ বেশ জনপ্রিয় হতে চলেছে। ফেসবুকের মতো এখানে সরাসরি ছবি পোস্ট করা যায়। তবে বাজে ছবি এ্যটাচ না করেও মেইলের মাধ্যমে ছবি গুগল বাজে পোস্ট করা যায়। যে ছবিটি বাজে পোস্ট করতে চান সেটি এ্যাটাচ করে বা এ্যাটাচ করা থাকলে [email protected] ঠিকানাতে মেইল করলেই বাজে পোস্ট হবে এবং নিশ্চিতকরন ফিরতি মেইল আসবে। উক্ত মেইলে বাজের স্থায়ী লিংকও আসবে। আর এসব ছবিগুলো গুগল পিকাসাতে একটি Buzz নামে প্রাইভেট এ্যালবামে সংরক্ষিত থাকবে। এছাড়াও গুগল বাজে সাধারন ভাবে কোন ছবি আপলোড করলে তাও পিকাসাতে উক্ত তারিখের নামে একটি প্রাইভেট এ্যালবামে সংরক্ষিত থাকবে। তবে পিকাসা থেকে ছবিগুলো মুছে দিলে তা বাজের থাম্বনাইল হিসাবে দেখালেও বড় করে দেখা যাবে না।

২ Comments on "ইমেইলের মাধ্যমে গুগল বাজ এ ছবি পোস্ট করা"

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস