গুগলের ওয়েবসাইটের ঠিকানা (ইউআরএল) ছোট করার সেবা

দীর্ঘ ওয়েবসাইটের ঠিকানা ছোট করার বিভিন্ন সাইট আছে। এবার এই সেবা দিচ্ছে গুগল। গুগল ফেডবার্নার থেকে টুয়িটারে পোস্ট করার সময় সয়ংক্রিয়ভাবে লিংক ছোট হিসাবে আপডেট হবে। কিন্তু গুগলের http://goo.gl/ এই সাইটে সরাসরি কোন ওয়েবাসাইট ছোট করার পদ্ধতি না থাকলেও http://gaigalas.net/lab/googl সাইট থেকে করা যাবে।
এছাড়াও ফায়ারফক্সে এ্যড-অন্সের মাধ্যমেও সাইটের ঠিকানা ছোট করা যায়। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/55308 থেকে এ্যাড-অন্স ইনস্টল করে View> Toolbars> Customize থেকে আইকন ড্রাগ করে পছন্দের বারে রাখুন। এখন কোন সাইট খুলে উক্ত বাটনে ক্লিক করলে শর্ট ইউআরএল ক্লিপ বোর্ডে চলে আসবে। এখন পেস্ট করলেই হবে।
আর এই প্লাগইনটি গুগল ক্রোমের এক্সটেনশন হিসাবে পাবেন https://chrome.google.com/extensions/detail/iblijlcdoidgdpfknkckljiocdbnlagk এখানে।

৮ Comments on "গুগলের ওয়েবসাইটের ঠিকানা (ইউআরএল) ছোট করার সেবা"

        1. ও দুঃখিত। এটা আমার জানা ছিল না। আমি ফিড বার্ণার থেকে মেইলেও “গুগলের ওয়েবসাইটের ঠিকানা (ইউআরএল) ছোট করার সেবা” শিরোনামটাই পেয়েছি কিনা।

  1. মেহেদী ভাই
    আপনার তো অনেক বন্ধু আছে। কিন্তু আমার বেশি বন্ধু নেই। তাই নিচের কথা গুলো যদি সঠিক কাজে লাগান তাহলে খুসি হব।

    আমাদরে দশটি ব্যাধি
    ১.তুমি আল্লাহর অস্তিত্ত বিস্বাস কর কিন্তু তার নির্দেশ কে অনুসরন কর না।
    ২.তুমি বল, তুমি মোহাম্মদ (স) কে ভালবাসা কিন্তু তার সুন্নাহকে অনুসরন কর না।
    ৩.তুমি পবিত্র কোরআন পাঠ কর কিন্তু তা বাস্তবে প্রয়োগ কর না।
    ৪.তুমি আল্লাহর সকল নিয়ামত ভোগ কর কিন্তু তার প্রতি কৃতঞ্জতা প্রকাশ কর না।
    ৫.তুমি শয়তান কে শত্রু হিসবে স্বীকার কর কিন্তু তার বিরোদ্ধাচারন কর না।
    ৬.তুমি বেহেশতে প্রবেশ করতে চাও কিন্তু এর জন্য কোন চেষ্টা কর না।
    ৭.তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হতে চাও না কিন্তু এর থেকে বাচার কোন চেষ্টাও কর না।
    ৮.তুমি বিস্বাস কর প্রত্যেক জিবন্ত সত্বাকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে কিন্তু এর জন্য নিজেকে প্রস্তুত কর না।
    ৯.তুমি গুজব রটাও, অন্যের দোষত্রুটি সন্ধান কর কিন্তু নিজের দোষত্রুটি ভুলে যাও।
    ১০.তুমি মৃতদের কবর দাও কিন্তু এর থেকে কোন শিক্ষা গ্রহন কর না।

    1. সায়িদ ভাই
      ঐ দশটি ব্যাধিতে, আমি ভয়ঙ্খর ভাবে আক্রান্ত । কিছুতেই মুক্ত হতে পারছিনা । আমি, ব্যাধি-মুক্তির জন্য, আপনা কাছে অতি বিনয়ের সাথে দোয়া কামনা করছি । আমি আপনা বন্ধু হতে চাই ।

      মুসা

  2. ভাই সাইদুজ্জামান,
    আমার ছালাম নেবেন। আপনার উল্লিখিত দশটি ব্যাধি আমাকে সর্বক্ষণ তাড়া করে বেড়ায়। ভাই, আমার জন্য দোয়া করবেন।
    আমাকে যেন ঐ দশটি ব্যাধি ধরতে না পাড়ে।

Leave a Reply to Abdul QuddusCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস