গুগল সাইড উইকি: মন্তব্য করা যাবে যে কোন ওয়েব সাইটে

তথ্য প্রযুক্তির এই যুগে জনপ্রিয় প্রচার মাধ্যম হচ্ছে ওয়েব সাইট। বর্তমানে বিভিন্ন ওয়েব সাইটে সরাসরি পাঠকের মন্তব্য করার ব্যবস্থা রয়েছে। যে সকল ওয়েব সাইটে এধরনের মন্তব্য করার সুযোগ নেই সেই ওয়েব সাইটগুলোতেও মন্তব্য করা যাবে গুগল সাইড উইকি দ্বারা। এজন্য অবশ্য গুগলে একাউন্ট থাকতে হবে।
কোন সাইটে গুগল উইকি দ্বারা মন্তব্য করতে বা দেখতে অবশ্যই ব্রাউজারে গুগল টুলবার ইনস্টল থাকতে হবে। গুগল টুলবারে বর্তমানে সাইড উইকি বাটন যুক্ত আছে। যাদের পুরাতন গুগল টুলবার ইনস্টল করা আছে তাদেরকে নতুন টুলবার ইনস্টল করতে হবে। গুগল টুলবারটি www.google.com/sidewiki বা http://toolbar.google.com থেকে ডাউনলোড করা যাবে। এরপরে থেকে কোন সাইটে মন্তব্য করতে চাইলে গুগলে লগইন অবস্থায় sidewiki বাটনে ক্লিক করলে বামপাশে সাইট উইকির প্যানেল আসবে। এখানে টাইটেল এবং মন্তব্য লিখে Publish বাটনে ক্লিক করলে মন্তব্য পোস্ট হবে। পরবর্তিতে চাইলে মন্তব্য মুছে ফেলা যাবে। এছাড়াও ডানের পেজের কোন লেখা নির্বাচন করে মন্তব্য করলে মন্তব্য দেখার সময় নির্বাচন করা লেখা হাইলাইট হবে। ব্যবহারকারী কোন কোন সাইটে মন্তব্য করেছেন সেগুলো গুগল প্রফাইলের Sidewiki ট্যাবে দেখা যাবে। এছাড়াও কোন ওয়েবসাইটে মন্তব্য দেখতে চাইলে গুগল টুলবারের sidewiki বাটনে ক্লিক করলে বামপাশের সাইট উইকির প্যানেল দেখা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস