বাংলাতে পিএইচপি এর টিউটোরিয়াল

পিএইচপি শিখতে আগ্রহীদের জন্য সুখবর হচ্ছে এখন বাংলাতেই পিএইচপির টিউটোরিয়াল পাওয়া যাবে। বাজারে পিএইচপি এর উপরে বাংলা কোন বই নেই বললেই চলে। ইংরেজী বই বা ইবুক থেকেও অনেকে ভালো শিখতে পারে না। এসব কথা মাথায় রেখে বাংলাদেশের পিএইচপির অন্যতম নক্ষত্র হাসিন হায়দার সমপ্রতি বাংলাতে পিএইচপি শেখাবার উদ্দেশ্যে নতুন একটি ওয়েব সাইট খুলেছে। এই ওয়েব সাইটে তিনি নিজে সহ আরো কয়েকজন পিএইচপি গুরু ধারাবাহিকভাবে টিউটোরিয়াল লিখছেন। একেবারে প্রাথমিক ধাপ থেকেই পিএইচপি এর এই টিউটোরিয়াল শুরু হয়েছে। পিএইচপি বা লিখিত টিউটোরিয়াল সম্পর্কে যেকেউ মন্তব্য করতে পারবেন বা কোন জিজ্ঞাসা থাকলে ব্যবহারকারীরা লেখককে তা জানাতে পারবেন এবং সাহায্য নিতে পারবেন। এছাড়াও সাইটটিতে পিএইচপি সংক্রান্ত বিভিন্ন হালনাগাদ সংবাদতো থাকছেই। সাইটির ঠিকানা www.phpbook.ofhas.in

৬ Comments on "বাংলাতে পিএইচপি এর টিউটোরিয়াল"

Leave a Reply to Robin09Cancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস