অডিও সিডি থেকে MP3 করা

সাধারণভাবে অনান্য ভিডিও বা ডাটা সিডির মত অডিও সিডি থেকে গান হার্ডডিক্সে কপি করা যায় না। এজন্য দরকার হয় সিডি রিপার। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দ্বারা সিডি রিপ করা গেলেও তা WMA ফরম্যাটে সেভ হয়। এমপিথ্রি বা অনান্য ফরম্যাটে সেভ করার জন্য বিভিন্ন ফ্রি সিডি রিপার পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে Accord CD Ripper। ফ্রিওয়্যার এই সিডি রিপার দ্বারা সহজেই অডিও গানকে MP3 বা WAV ফরম্যাটে কপি করা যায়। সাথে সাথে গানের মান, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যাবে। মাত্র ১.৩৬ মেগাবাইটের এই সফটওয়্যাটি www.accmeware.com থেকে ডাউনলোড করে নিতে পারেন।

৭ Comments on "অডিও সিডি থেকে MP3 করা"

  1. সুপার ডেকোডার বা এ ধরণের নামের একটি সফটওয়্যার আমার কাছে ছিল। খুব ভালো, কিন্তু এখন নেই। লিংক থাকলে আমাকে দিলে খুশি হবো। ওটা আমি অনেকদিন ব্যবহার করেছি।
    ধন্যবাদ আপনাকে।

  2. ছালাম মেহেদী ভাই আমার বাংলা লেখতে হয় অভ্র কিঃ দিয়ে তাই বানান ঠিক মত হয় না। কিভাবে বানান ঠিক মত লেখতে পারি জানালে ভাল হয় ।এই সেভা দানের জন্য জেন আললা আপোনাকে এর বিনিময় দান করে। আললা হাফেজ

Leave a Reply to sadek mridhaCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস