SWF ফাইল সম্পাদনা করা

SWF বা শকওয়েভ ফ্লাশ ফাইল বেশীভাগ ক্ষেত্রে ওয়েব সাইটে ব্যবহার করা হয়। ফ্লাশে তৈরী করা এই এ্যানিমেটেড ফাইল সাধারণত সম্পাদনা করা যায় না। কোন সফটওয়্যার দ্বারা যদি SWF ফাইল পরিবর্তন করা যেত তাহলে বেশ ভালই হতো।
SWF ফাইল সম্পাদন করার এমনই এক ফ্রিওয়্যার সফটওয়্যার হচ্ছে Swf Modify| মাত্র ১.৫৩ মেগাবাইটের এই সফটওয়্যার দ্বারা সহজেই SWF ফাইলটির চলতি ফ্রেম বা সকল ফ্রেম সম্পাদনা করা যাবে। এছাড়াও নির্দিষ্ট আইটেম, অডিও ক্লিপ, মুভি ক্লিপ মুছে দেওয়া, প্রতিস্থাপন করা বা এক্সপোর্ট করা যাবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণেই চলবে। সফটওয়্যারটি www.swfmodify.com থেকে ডাউনলোড করা যাবে।

৭ Comments on "SWF ফাইল সম্পাদনা করা"

  1. মেহেদি ভাই, আচ্ছা অনলাইন থেকে কোন ফ্লাশ গেম কি কম্পিউটারে কি সেভ করার ব্যবস্থা আচ্ছে । জানালে উপকৃত হতাম।

Leave a Reply to ববিCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস