ফটোশপেই বানান পছন্দের আইকন

বিভিন্ন প্রয়োজনে আইকন বানানোর প্রয়োজন হয়। ইচ্ছামত আইকন বানাতে হলে বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিতে হয়। কিন্তু জনপ্রিয় ছবি সম্পাদনার সফটওয়্যার এডোবি ফটোশপ দ্বারা যদি আইকন বানানো যেত তাহলে কেমন হতো! একটি প্লাগইন দ্বারা ফটোশপ থেকেই আইকন বানানো যায়।
এজন্য ICO (Windows Icon) Format নামের এই প্লাগইনটি www.telegraphics.com.au/sw/ থেকে ডাউনলোড করে আনজিপ করুন। এখন ICOFormat.8BI ফইলটি কপি করে ফটোশপের প্লাগইন ফোল্ডারে থাকা File Formats (C:\Program Files\Adobe\Adobe Photoshop CS3\Plug-Ins\File Formats) ফোল্ডারে পেস্ট করুন।
এবার ফটোশপ চালু করে যেকোন ছবি আনুন এবং সম্পাদনা করুন। ছবিটির সাইজ সর্বোচ্চ ২৫৬X২৫৬ পিক্সেলের হতে হবে। এখন File মেনু থেকে Save As এ যান এবং Format থেকে ICO (windows icon)(*.ICO) নির্বাচন কররে ICO ফরম্যাটে সেভ করুন।
প্লাগইনটি ফটোশপের সকল সংস্করণে সমর্থন করবে।

৮ Comments on "ফটোশপেই বানান পছন্দের আইকন"

  1. মেহেদী ভাই,
    আপনার তথ্যগুলো অনেক মূল্যবান। আর আমার অনেক কাজে আসে আপনাকে অনেক ধন্যবাদ।
    কামরুজ্জামান
    নওগাঁ।

  2. আপনার তথ্যগুলো অনেক মূল্যবান। আর আমার অনেক কাজে আসে আপনাকে অনেক ধন্যবাদ।
    মন্তব্যের সাথে ছবি যোগ করতে গিয়ে পাসওয়ার্ড নিয়া সমস্যায় পড়ে যাই । ছবি যোগ করার পদ্বতি এভাবে মনে হয় পারব না। চেষ্টা করে দেখি

Leave a Reply to HABIB01716Cancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস