ওয়েব ব্রাউজারকে ডিফল্ট করা

একটি কম্পিউটারে একাধিক ওয়েব ব্রাউজার ইনস্টল করা থাকলে ম্যানুয়ালী বা ব্রাউজার খোলার সময় ডিফল্ট করতে হয়। তাছাড়া বহনযোগ্য ফায়ারফক্স ব্রাউজার ডিফল্ট করতে ঝামেলা হয়। একটি সফটওয়্যার দ্বারা যদি সহজেই ব্রাউজারকে ডিফল্ট করা যায়। ডিফল্ট ব্রাউজার নামের ফ্রিওয়্যার, বহনযোগ্য এই সফটওয়্যারটি http://windowsxp.mvps.org/defaultbrowser.htm থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যাটি চালু করে পছন্দের ব্রাউজারটি নির্বাচন করে Apply করুন।

One Comment on "ওয়েব ব্রাউজারকে ডিফল্ট করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস