মজিলার জন্য বাংলা বানান পরীক্ষক

ইন্টারনেটে বাংলা (ইউনিকোড) ওয়েবসাইটের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। জনপ্রিয় হচ্ছে আমাদের মাতৃভাষার ব্যবহার আর সাথে সাথে বাড়ছে বাংলাতে ইমেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং, মন্তব্য ইত্যাদি করা। কিন্তু বাংলা বানান পরীক্ষক (স্পেল চেকার) না থাকায় মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয়। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে সমপ্রতি বাংলা স্পেল চেকিং ডিকশনারী এ্যাড-অন্স পরীক্ষামূলকভাবে অবমুক্ত হয়েছে। ফলে মজিলা ফায়ারফক্সে বাংলা লিখতে ভুল করলে সেটি যেমন বোঝা যাবে তেমনই তা সংশোধন করা যাবে। মাত্র ৩৫৫ কিলোবাইটের এই এ্যড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এটি ফায়ারফক্সের প্রায় সকল সংস্করণের পাশাপাশি মজিলা থান্ডারবার্ড এবং সিমানকিতেও ইনস্টল করা যাবে।
সাধারণত ইংরেজী ভাষাকে স্পেল চেকার হিসাবে ডিফল্ট করা থাকে। বাংলা ভাষাকে ডিফল্ট করতে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে Bangla / Bangladesh নির্বাচন করুন। এবার যেকোন ইনপুট বক্সে বাংলা লিখে দেখুন ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন এসেছে। বানানটি সংশোধন করতে শব্দটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে উপরে কিছু বানানের সাজেশন দেবে পছন্দেরটিতে ক্লিক করলেই হবে।
আর যদি ইংরেজী ভাষাকে আবার স্পেল চেকার হিসাবে ডিফল্ট করতে চান তাহলে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে English / United States নির্বাচন করুন।
এই এ্যাড-অন্সটি এখনো পরীক্ষামূলক হিসাবে রয়েছে। রিডিভ প্রক্রিয়ার পরে মজিলা কর্তৃপক্ষ এ্যাড-অন্সটিকে পাবলিক করবে। তাই ব্যবহারকারীগণকে রিভিউ প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। এ্যাড-অন্সটি তৈরী করেছেন www.ankur.org.bd

২ Comments on "মজিলার জন্য বাংলা বানান পরীক্ষক"

Leave a Reply to AmitCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস