গুগলের পটভুমিতে পছন্দের ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেও সাইটে ঢুকলে বা সার্চ করলে যদি পটভূমিতে পছন্দের ছবি দেখা যায় তাহলে তেমন হয়! ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে এ্যাড-অন্সের সাহায্যে এই মজাটুক করা যায়। এজন্য ২.৯ মেগাবাইটের এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/10443 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার ফায়ারফক্সের স্ট্যাটাসবারের ডানে Change your Google Background আইকনে ক্লিক করে Google Background Changer উইন্ডো থেকে Image Location এ ছবির ঠিকানা নির্বাচন করে Ok করুন। এবার গুগলের সাইটে ভিজিট করে দেখুন পটভূমিতে সদ্য সেট করা ছবিটি দেখা যাচ্ছে। আর সার্চের ফলাফলের পটভূমিতে যদি ছবিটি দেখতে চান তাহলে Show Image in results page এ চেক করতে হবে। এছাড়াও Google Text এ যা লিখবেন না তা গুগলের মূল লগো পরিবর্তে দেখা যাবে।

One Comment on "গুগলের পটভুমিতে পছন্দের ছবি"

Leave a Reply to Abu SayedCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস