ইউএসবি ডিভাইসের Safely Remove আইকন ফিরিয়ে আনা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সিস্টেম ট্রেতে Safely Remove আইকন থাকে। উক্ত আইকনে ক্লিক করে ইউএসবি ডিভাইসকে নিরাপদের সাথে বিযুক্ত করা হয়। কিন্তু কোন কারণে যদি ইউএসবি ডিভাইস সংযুক্ত করলে উক্ত আইকন না আসে তাহলে সরাসরি ডিভাইসটি খুলতে বাধ্য হতে হয়। কিন্তু সহজেই উক্ত Safely Remove আইকন ফিরে আনা যায়। এজন্য রানে (Start>Run) গিয়ে rundll32 shell32.dll,Control_RunDLL hotplug.dll লিখে এন্টার করুন। ব্যস এরপর থেকে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সিস্টেম ট্রেতে Safely Remove আইকন আসবে।

৪ Comments on "ইউএসবি ডিভাইসের Safely Remove আইকন ফিরিয়ে আনা"

  1. safety remove দ্বারা pen drive রিমুভ করতে চাইলে নিম্নের মেচেজ টি আসে। সমাধান জানালে খুশি হব্
    Problem Ejecting USB Mass Storage Device

    The device ‘Generic volume’ cannot be stopped right now. Try stopping the device again later

Leave a Reply to Abdul QuddusCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস