‘ফ্রি ইউটিউব ইউটিলিটি’ দ্বারা ইউটিউবের ভিডিও নামানো

ইউটিউবের ভিডিও সহজেই সার্চ, ডাউনলোড এবং কনভার্ট করার বিভিন্ন সফটওয়্যার বা ওয়েবসাইট আছে। এর মধ্যে ফ্রি ইউটিউব ইউটিলিটি সফটওয়্যারটি বেশ কাজের। এই সফটওয়্যার দ্বারা সহজেই ইউটিউবের ভিডিও খোঁজা (সারাংশ), iPod, MP4, FLV, MP3, PSP, VCD, WMV, WAV, 3GP, DVD, MOV, WMA, iPhone, AVI, RM, AAC ফরম্যাটে ডাউনলোড+ কনভার্ট করা বা কম্পিউটারে থাকা ডিডিও কনভার্ট করা যাবে বা চালানো যাবে। সকল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সমর্থনযোগ্য ৪.৭৫ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.free-youtube.com থেকে ডাউনলোড করে করা যাবে। এই সফটওয়্যারটি ইনস্টল করলে ইন্টারনেট এক্সপ্লোরারে এ্যাডইন ইনস্টল হবে ফলে ইন্টারনেট এক্সপ্লোরার থেকেও সরাসরি এই সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করা যাবে।

২ Comments on "‘ফ্রি ইউটিউব ইউটিলিটি’ দ্বারা ইউটিউবের ভিডিও নামানো"

  1. Mehedi Bhai, thanks for your kind help. Today I am writing to you not for a problem. In the NASA website, there are some interactive features. Is there any way to download them? One more question, is there any software using which I can download from Rapidshare without any limlt and faster? Thank you.

Leave a Reply to ParthoCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস